পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মেঘদূত یی این “সিন্ধুনদী তব বিরহে কাতরা, কৃশ জল-রেখা বেণীর মতন, তটতরু-ভ্রন্ট-শুষ্ক-পত্রে ভর পুলিন তাহার পাণ্ডুর বরণ ; কি বিষম দশ সহে বালা হায় ! ধন্য হে স্বভগ, সৌভাগ্য তোমার, কিন্তু এবে শীঘ্র কর সে উপায়, পূর্ববরূপ যাহে লভে সে আবার ॥ ২৯ ॥১—৮ ॥ "তাহার পর এই সিন্ধু নদী। হে মেঘ, দেখ, সকল নদীই তোমাকে কামনা করে, তুমি কি সৌভাগ্যশালী। ঐ দেখ, সিন্ধুনদী তোমার বিরহে কত কুশ হইয়া গিয়াছে! উস্থার জলধারা যেন একটা সরু কেশ গুচ্ছের মতন ( বিরছিণীনারীর একবেণীর মতন ) দেখাইতেছে। তীরের তরুসমূহের শুষ্কপাণ্ডুপত্রাবলী পড়িয়া নদীর পুলিল আচ্ছন্ন করিয়া রাখিয়াছে,–যেন সিন্ধু তোমার বিরহে পাণ্ডুবর্ণ হইয়া গিয়াছে। তোমার বিরহে তাহার এই দশ ;–তোমার কি সৌভাগ্য ! কিন্তু এখন যাহাতে তাহার কৃশত। ঘুচে, সে তাহার পূৰ্ব্বরূপ প্রাপ্ত হয়, তাহ কর । সে ত তোমারই আয়ত্ত । ৪ । পুলিন=নীর চড়া । ৬। মুভগ =যে পুরুষকে তাহার স্ত্রী বড় ভালবাসে।