পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুৰ্ব্বমেঘ । ఆు “বাতায়ন-পথে হইয়া বাহির কেশ-সংস্কারের গন্ধ-ধুম কত, স্বপুষ্ট করিবে তোমার শরীর, নৃত্য-উপহার দিবে শিখি যত। সুন্দর-চরণ-অলক্তে অঙ্কিত, কুসুম সুবাসে সদা আমোদিত গুহে গৃহে শোভা করি দরশন, সে প্রাসাদে কর শ্রমবিনোদন ॥ ৩২। ১-৮ । “তথায়—সেই উজ্জয়িনীতে—গেলে তোমার অনেক উপকার আছে। সেথানে রমণীরা ধূপ জালাইয় তাহদের কেশপাশ স্বরভিত করে। সেই ধূপের ধূম জানাল দিয়া বাছির হইয়া ঘুেমার দেহে মিশিবে, তাহাতে তোমার দেহ পুষ্ট হইবে ; কেন না তোমার শরীর ত স্বভাবতঃই ধূমময়। গৃহস্থিত ময়ূরের তোমার দর্শনে পুলকিত হইয়া নৃত্য করিতে থাকিবে, যেন তোমার সন্মানের জন্তই তাহার তোমাকে নৃত্যোপহার দিবে। দেখিবে, সেই নগরীর প্রতি প্রাসাদই কুসুম সৌরভে পরমামোদিত, প্রতি প্রাসাদেই অলক্তকরঞ্জিত রমণীপদাঙ্ক বর্তমান, তুমি তাহার শোভা দৰ্শন করিবে ও ঐরূপ প্রাসাদপৃষ্ঠে তুমি পথশ্রম অপনোদন করিবে। ২ । গন্ধধূম=সেকালে স্বন্দরীর নানাগ্রৰার স্বগন্ধজৰোৱ ৰূপ জ্বালাইয়। উছাদের কেশপাশ সুগন্ধি করিতেন । f