পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

qt মেঘদূত “পরম পবিত্র ধরার উপরে মহাকালধাম,--যাও হে তথায়, প্রমথের গণ হেরিবে সাদরে শিবকণ্ঠদ্যুতি তব নীলকায় ; তথা,—গন্ধবর্তম-জলে কেলিরত— যুবতী-দেহের সৌরভ হরিয়ে, কমল-স্বরভি অনিল সতত কাপায়ে উদ্যান যেতেছে বহিয়ে ॥ ৩৩ ৷৷ ১—৮ ॥ “সেই উজ্জয়িনী নগরে, গন্ধবতী নদীতীরে ত্রিলোকবিখ্যাত মহাকালের মন্দির। তুমি সেখানে যাও । সেখানে তোমার দেবদর্শনজনিত অতুল পুণ্য হইবে। শিবের কণ্ঠের নীলছ্যুতির সহিত তোমার কৃষ্ণবর্ণের বেশ ঐক্য আছে, সেই জন্তু সেইখানে শিবামুচর প্রমথগণ আগ্রহের সহিত তৈামাকে দেখিতে থাকিবে । সেই মহাদেবের মন্দিরের সংলগ্ন একটা উদ্যান আছে। গন্ধবতীর জলে শত শত পদ্ম প্রস্ফুটিত হইয়া রহিয়াছে, তথায়ু যুবতীগণ উত্তম গন্ধতৈল মাখিয়া স্নান কয়িতেছেন। বায়ু সেই প্রফুল্ল কমলকুলের সৌরভে মুরভিত হইয়া, স্নানার্থিনী রমণীগণের গন্ধামুলিপ্ত অঙ্গের মুগন্ধে আমোদিত হইয়া সেই মন্দির-সন্নিহিত উদ্যানের তরুলতাদিগকে মৃদু মৃদ্ধ কঁপিাইয়। বহিতেছে । e ২। মহাকাল দর্শন সৰ্ব্বথা শ্রেয়স্কর। যথা স্বনাপুরাণে “আকাশে তারকং লিঙ্গং পাতালে হাটকেশ্বরম্। মৰ্ত্তালোকে মহাকালং দৃষ্ট কামষবার স্থাৎ " ৩। প্রমুখ=শিবামুচর ভূতপ্রেত প্রভৃতি।