পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মেঘদূত। میان “বারনারীগণ, আরতির কালে, ' ঢুলীয় রতন-খচিত চামর, নিতম্বে মেখলা বাজে তালে তালে, শ্রমেতে অবশ সুকুমার কর । নখ-ব্ৰণাঙ্কিত তাহাদের কায়ে পড়িলে সলিল অতি সুখ-কর, ভ্রমর গঞ্জিত অপাঙ্গ হেলায়ে হানিবে কটাক্ষ তোমার উপর ॥ ৩৫ ॥ ১—৮ ॥ এইবার দেবদর্শনজনিত পুণ্য লাভের পর—বিলাস বাসনার একটু চরিতার্থতা দেখান হইতেছে। আরতির সময় বেতার রত্নখচিত-দওবিশিষ্ট চামর লুইয়া মহাদেবকে ব্যজন করে। তাহারা ব্যঞ্জন করিতে করিতে নৃত্য করে, নৃত্যের তালে তালে তাঙ্গাদের নিতম্বে চন্দ্রহার ঝুম্ ঝুম্ করিয়া বাজিতে থাকে। তাহারা কিন্তু সেই চামরব্যজনের শ্রমে ক্লাস্ত হইয়া পড়ে, তাহীদের সুকোমল বাহুলতা অবশ হইয়া আইসে—এলাইয়া পড়িতে থাকে। যদি তুমি সেই সময় তাহাদের নখ-ব্ৰণাঙ্কিত শরীরে কিছু জলকণা বর্ষণ কর, তাহাদের শরীর বড় শীতল হইবে । কৃতজ্ঞচিত্তে তাহারা তাহাদের সেই ভ্রমরের মত কালে। ডাগর ডাগর চোখের অপাঙ্গদৃষ্টিতে তোমার প্রতি চাহিবে। তোমার সৌভাগ্য,—সন্দেহ নাই । - ১ t বারনারীগণ = বেঙ্গীগণ । ৩। অর্থাৎ নৃত্যের জন্য তালে তালে নিতম্বের চন্দ্রহার বাজিতে থাকিবে। এইরূপ চামর হন্তে লইয়া নৃত্য করাকে "দৈশিক” নৃত্য কহে। যথা নৃত্যসৰ্ব্বম্বে — “थक्लकन्नूकदल्लॉनि प्रषिक sांभब्रवखः । বীণাঞ্চ ধৃত্ব বৎবুযুৰূিতাং তৰ্দ্দৈশিকং ভবেৎ।।" s। নখত্ৰণাঙ্কিত=নখের স্বাগ (অ চড়) যুক্ত —রতিরহস্তধৃত বচন যথা:– "কণ্ঠ-কুক্ষি-কুচপার্শ্ব-ভূজোরঃ প্রোণিসকৃধিধু। মূখাম্পদমাহঃ 1"