পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পূৰ্ব্বমেঘ । 8x “যদিও সে নদী বিপুল-আকার, দূরে হতে ক্ষীণ দেখায় কেমন ! কেশবের মত বরণ তোমার,— জল নিতে তুমি নামিকে যখন ; দূর ব্যোম-চর অমরী-অমর হেরিবে সে শোভা মনের হরযে, (যেন) মধ্যে ইন্দ্রনীল গ্রথিত সুন্দর মুকুতার মালা ধরণী-উরসে ॥৪৩॥১–৮৷ “তুমি সুনীলবর্ণ, তোমাকে দেখিয়া মনে হয়, যেন তুমি শ্ৰীকৃষ্ণের মনোরম বর্ণ চুরি করিয়াছ । চৰ্ম্মশ্বতী নদী বিশালকায়া হইলেও দূর শূন্তপ্রদেশ হইতে অতি স্বল্প ধবলরেখামাত্র দেখাইবে। ভূমি যখন জল লইবার জন্ত সেই নদীতে অবতরণ করিবে, শূন্তদেশ হইতে বিমানচারী অমরঅমরীগণ মনে করিবেন যেন পৃথিবীর গলায় এক ছড়া মুক্তার মালা ও সেই মালার মধ্যে একটা বড় ইন্দ্ৰনীলমণি গাথা। স্বক্ষ জলবেণীর সহিত মুক্তাহারের এবং মেঘের সহিত ইন্দ্ৰনীলমণির তুলনা বড় সুন্দয়।” ৭। ইশ্রনীল=নীলরঙের মাঞ্জিকা। নীলরজের ধীর । (Saphire). ৮। উরসে=ধক্ষে, বুকে ।