পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ) মেঘদূত। “করি অতিক্রম সেই তরঙ্গিণী . যাও চলি, সখে, উত্তর গগনে, দশপুর-ধামে যত সীমন্তিনী হেরিবে তোমায় সতৃষ্ণ নয়নে ; সে লোচনে খেলে ভ্ৰবিলাস ঘন, ঘন পক্ষরাজি শোভিতে অতুল, উরধে তুলিতে সে চারু আনন ( যেন ) সুচঞ্চল কুন্দে ধায় অলিকুল ॥৪৭॥১–৮৷ “তুমি চৰ্ম্মশ্বত পার হইয়া উত্তরের পথে চলিয়া যাও। পথে দশপুর নগর ( আধুনিক মান্দাশোর ) । সেখানকার রমণীকুল সাভিলাষদৃষ্টিতে তোমাকে দেখিবে। তাঁহাদের নয়নে ক্ৰবিলাস সদাই ক্রীড়া করিতেছে, সে ক্রভঙ্গীতে কত হাব ভাব প্রকাশিত হইতেছে । , তাহার তোমাকে দেথিবীর জন্ত আকাশের দিকে—উপর দিকে— চাছিলে প্রথমে চোখের শাদা রঙ, তাহার পর চোখের এবং ঘন পক্ষরাজির কালো রঙ ছুটিতে থাকিবে ; বোধ হইবে যেন কতকগুলা কুন্দকুল উপরেরদিকে ছুড়িয়া ফেলা হইয়াছে ; ভ্রমরগুলাও সঙ্গে সঙ্গে ছুটিতেছে।” ৬। পক্ষ=চকুর পাতার রোৰ। ' y । कूमा=दूमयूश ।