পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫২ মেঘদূত । “বন্ধু-প্রেমে হয়ে সমরে বিরত তেয়াগি মধুর স্বরা মনোহর, ( রেবতী-লোচন বিম্বিত সতত যে সুরায় মরি । ) দেব হলধর, সেবিলেন সাধে যে বারি বিমল, সে পুণ্য-সলিল করিলে সেবন, হবে নিরমল তব হৃদিতল, . কালে রবে শুধু দেহের বরণ ॥ ৪৯ ॥ ১-৮ ॥ “কুরু পাণ্ডব উভয় পক্ষই সমান আত্মীয় বলিয়া পক্ষপাত ভয়ে বলরাম কুরুক্ষেত্ৰসমরে কোন পক্ষেই যোগ দেন নাই। সে সময়ে তিনি ব্ৰহ্মহত্যাপাপক্ষালনার্থ সরস্বতী তীরে যোগ-সাধনায় নিরত ছিলেন। সে সময়ে তিনি প্রিয়তমা রেবতীর সঙ্গ পরিত্যাগ করিয়াছিলেন, রেবতীর সুচারুনয়নপ্রতিবিম্বিত সুমধুর স্বরাও পরিত্যাগ করিয়াছিলেন। তুমি সেই পবিত্র সরস্বতী-সলিল পান করিবে। তাহাতে তোমার অন্তরাত্মা—ভিতরটা-শুদ্ধ-নিৰ্ম্মল হইয়া যাইবে, বাতিরের দিকটা কেবল কালে থাকিবে মাত্র । *

  • সরস্বতী নদী। এই সরস্বতী নদী হিমালয় হইতে নির্গত হইয়। কুরুক্ষেত্রের উত্তর পশ্চিমে প্রবাহিত হইত, এক্ষণে স্থানে স্থানে লুপ্তস্রোত হইয়। শেষে একেবারে শুকাইয়া গিয়াছে। কথিত আছে যে এই নদীর স্রোতের প্রতিকূলে গমন করিলে ব্ৰহ্মহত্যাঞ্জলিত পাপের নিবৃত্তি হয় । একদা বলরাম মদমত্ত অবস্থায় নৈমিষারণ্যে উপস্থিত হইয়া পুরাণবিৎ স্বতের উপর ক্রুদ্ধ হইয়া হলাঘাতে স্তহার প্রাণসংহার করেন । নৈমিধারণাবাদী মুনিগণ স্থতকে ব্রহ্মণ্যপদ প্ৰদাম করায় এই স্তৰখে বলরাম, ব্ৰহ্মহত্যাগাগে লিপ্ত হন, এবং তাহার প্রায়শ্চিত্ত স্বরূপ সরস্বতীতীরে যোগ সাধন এবং সরস্বতী প্রবাহের প্রতীপ গমন করেন, স্বরা বলরামের भाँउ aिग्न १[मौग्न झिल । &इंछकृ श्रृंब्राग्न पत्राङ्ग ७कनाभ श्लौcिधद्र! !