পাতা:মেঘনাদবধ নাটক.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2,8;" f : रं* মেঘনাদ বন্ধ নাটক ৪র্থ অঙ্ক বিন্ধ । (বুকে হাত দিয়া ) ভয় কি ? ভয় কি ?— তাল । পশ্চিম দ্বারের উপর দিয়ে যেন উড়ে গেল । আমি যে কেমন কর্যে এই টুকু এলেম তা আমার সংজ্ঞা নাই । । লম্ব । বীর বির পক্ষ ! ইন্দ্ৰজিতের এবার নিশ্চয়ই মরণ । কুম্ভ কর্ণের মৃত্যুর আগে রাত্রে পুত্ৰলোচন এই রূপ একদল কবন্ধ দেখেছিল, তা অামায় বলেছিল । বির । হা তা হতে পারে । ইতিহাসে এরূপ পড় যায়, কোন মহীন পুরুষের মৃত্যুর পূৰ্ব্বে নানা প্রকার বিভীষিকা দৃষ্ট হয় । ভাল । পিন্ধপাক্ষ! দক্ষিণ দ্বার দেখতে এখন ও আমার বাকি আছে, ত আমি ও ভাই, অর একযেতে পার বোন । বিরূ । আচ্ছ লম্ব কর্ণ তোমার সঙ্গে যাচ্চে, আমি একবার নগর মধ্যটা দেখে আসি । ( বির পক্ষের এক দিকে ও লম্বকৰ্ণ ও তাল জন্থের অণর দিকে প্রস্থান । ) ৩য় গর্ভাঙ্ক । ইন্দ্রজিত ও প্রমীলার প্রবেশ । ইস্ত্ৰজিত। প্রিয়ে : একি শুনুলাম আমার হৃদয় যে বড় আকুল হলো, আমি যে মনে বড় ব্যথা পেলেম্— প্রমীলা । কি শুনলে ৰুথি ! এমন কি শুমূলে যে— ইস্ত্র । প্রিয়ে ! مباني যে তুমি “ হায় আমার কি হলে ” বল্যে যে কি নিদারুণ স্বরে রোদন কর্যে উঠলে তা তো