পাতা:মেঘনাদবধ নাটক.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

やがや মেঘনাদ বধ নাটক । 8ं एत्रश्नः ইন্দ্র । ত্রিজটে ! জননীর আজ্ঞা আমার শিরোধীর্ষ্য । প্রমীলে ! তুমি ত্ৰিজটার সঙ্গে অগ্রসর হও, আমি যুদ্ধের সজ্জা কোরে পশ্চাৎ যচ্চি । (ইন্দ্রজিতের প্রস্থান । ) ক্রিজ। বাছ ? তোমার চাঁদ বদন এমন মলিন দেখচি কেন ? প্রমী । ত্ৰিজটে । এ কথা আর আমাকে জিজ্ঞাস করেন, আমার মন বড় ত্যাকুল হয়েছে, আমি কেমন করে প্রাণেশ্বরকে যুদ্ধে বিদায় দিব । ত্ৰিজটা । সেকি মা ! তোমার মুখে এমন কথা ? কুমার অন্যঅন্য বার যখন যুদ্ধে গিয়েছেন, আমিতে দেখেছি তুমি নিজ হস্তে র্তাকে সাজিয়ে দিয়েছ, এবার তাকে যুদ্ধে বিদায় দিতে এত কাতর ? এ কেমন কথ: ; প্রমী । ত্ৰিজটে ! তা তোমাকে কি বোল্‌বে ? অন্য অন্যবার আমি নিজ হস্তে স্টারে সাজিয়ে দিয়েছি তাতো মিথ্যা নয় ; আহা ! প্ৰাণেশ্বরকে যুদ্ধের বেশ পরাতে কত ভাল বাসতাম । রণবেশে তার ভুবনে জ্বল রূপ যেন দ্বিগুণ উজ্জল হতে, এবীর আমার মনে বড় আশঙ্ক হচ্চে । ত্রিজটে ! চল আর বিলম্বে কাজ নাই দেবীর মন্দিরে যাই । ( উভয়ের প্রস্থান ) ( যুদ্ধবেশে ইন্দ্রজিতের পুনঃ প্রবেশ । ) ইএ ! (স্বগত) প্রমীলাত বড় অদ্ভুত স্বপ্নের পরিচয় দিলেন । অামি ছিন্ন মস্তক, আর খুড়। আমার পথ অবরোধ করেছেনআমিওত প্রায় ঐ রূপ স্বপ্ন দেখেছি আহা ! প্রমীল। যখন