পাতা:মেঘনাদবধ নাটক.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তমাঙ্ক | -- . حختيفن تمكنت عمه শঙ্কার রাজপথ ; পুরোহিত ব্রাহ্মণের প্রবেশ ! পুরে । ( অঙ্কোশে ছুষ্টিপাত করিয়া ) উঃ বেলা টা যে অধিক হয়ে পড়েছে, চিতারোহণের কfল যে প্রায় নিকট । বিরূপ! ক্ষ, যুদ্ধ নিৰ্বত্ত্বির জন্যে ষে সন্ধি কতো রামের সমীপে গেছেন, কৈ এখনত প্রত্যাগত হলেন মা ! প্রমীলার চিতারোহণের সমুদায় প্রস্তুত এখন রিপাঙ্ক প্রভাগত লেই- . ( রণবাদ } এই মুকি হার এই দি দিয়ে আম্বাচন । ( স্ত্রণ বাদ্য--অগ্ৰে শ্বেতপ্তজ স্কন্ধে প্ৰজবাহকের প্রবেশ ; পশ্চাতৃ বিৰূপাঙ্ক, লম্বকর্ণ ও আর কতিপয় অস্ত্ৰধারী বীরের প্রবেশ ) পুরে। কোন বীর বিরপক্ষ যে উদেশে যাত্র করেছিলে ত৷ সফলত ? বিরু। হা মহাশয় : তার আর সন্দেহ আছে ; বীর রামচঞ্জ অতি উদার স্বভাব । আমি পুৰ্ব্বে পূর্বে র্তাকে দূরে হত্যে দেখেছিলামু এবার নিকটে গিয়ে দেখলাম—আহা! তার