পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bye মেদিনীপুরের ইতিহাস। চন্দ্রগুপ্তের সময় পৰ্য্যন্ত তাম্রলিপ্ত একটি স্বাধীন রাজ্য বলিয়াই পরিগণিত ছিল । চন্দ্রগুপ্তের পুত্র বিন্দুসারের রাজত্বকালে দাক্ষিণাত্য মৌর্য্যসাম্রাজ্যের অন্তভূত হয়। কিন্তু কলিঙ্গ বা তাম্রলিপ্তে তখনও মৌর্য্যাধিকার প্রতিষ্ঠিত হয় নাই । বিন্দুসারের পরে তৎপুত্র প্রিয়দর্শী অশোকবৰ্দ্ধন মগধের সিংহাসনে আরোহণ করেন । অশোক প্রথম হিন্দুধৰ্ম্মাহরক্ত ছিলেন। স্বায়ু রাজত্বের নবম বর্ষে তিনি কলিঙ্গ জয় করেন। কলিঙ্গজয়ের সময় বহুসংখ্যক লোকের প্রাণবধ হয় ; ইহাতে র্তাহার মনে বৈরাগ্যের উদয় হওয়ায় তিনি শান্তিময় ধৰ্ম্মগ্রহণের প্রয়াসী হইয়া বোদ্ধ ধৰ্ম্মে দীক্ষিত হন । র্তাহার এই মধুর ধৰ্ম্মের ফল সমগ্র মগধ-সাম্রাজ্য ভোগ করিয়াছিল। ভারতের নানাস্থানে তাহার ধৰ্ম্মানুশাসন ও ধৰ্ম্মরাঙ্গিক প্রতিষ্ঠিত হয় । অঙ্গ-বঙ্গাদি প্রদেশের অনেক বিহার ও চৈত্য ঐ সময়েই নিৰ্ম্মিত হইয়াছিল। ঐ সকল স্তম্ভে প্রিয়দর্শীর আদেশবাণী খোদিত থাকিত । ঐরূপ একটি স্তম্ভ তাম্রলিপ্ত নগরেও প্রতিষ্ঠিত হইয়াছিল। খৃষ্টীয় সপ্তম শতাব্দীতে চৈনিক পরিব্রাজক ইউয়ান-চোরাং তাহ দেখিয়া গিয়াছিলেন। প্রিয়দর্শী পুৰ্ব্বে বঙ্গোপসাগর হইতে পশ্চিমে আরবসাগর এবং দক্ষিণে কলিঙ্গ পর্য্যন্ত সমস্ত ভূভাগের একচ্ছত্র সম্রাট হইয়াছিলেন। র্তাহার অনুশাসন-সমূহে পৃথগৃভাবে গঙ্গরিডি বা তাম্রলিপ্ত-রাজ্য জয়ের কোন উল্লেখ না থাকিলেও তিনি বহুসংখ্যক লোকের প্রাণবধ করিয়া যে কলিঙ্ক-রাজ্য জয় করিয়াছিলেন, উহা যে সেই গঙ্গরিডি রাজ্য তাহ নিশ্চয় করিয়া বলা যাইতে পারে। কারণ তাহার রাজ্যকালে মগধ সাম্রাজ্যের পূর্বপ্রাস্তে আর কোন স্বাধীন তাম্রলিপ্তে অশোকের অধিকার ।