পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԵՀ মেদিনীপুরের ইতিহাস । রাজগণ কিছুদিন আৰ্য্যাবর্তে রাজত্ব করিয়াছিলেন। তৎপরে শককুষাণ-সাম্রাজ্যে ও দিগের রাজ্যারম্ভ। শকাব্দের প্রতিষ্ঠাত কুষাণগুপ্তাধিকারে তাম্ৰ বংশীয় প্রথম কাণিস্কের সমরে কুষাণ-সাম্রাজ্য লিও রাজ্য। পূৰ্ব্বে প্রাচীন চীন-সাম্রাজ্যের পূৰ্ব্ব-সীম পর্য্যন্ত এবং উত্তরে সাইবিরিয়া হইতে দক্ষিণে মৰ্ম্মদাতার পর্য্যন্ত বিস্তৃত ছিল । আবার খৃষ্টীয় তৃতীয় শতাব্দীর শেষভাগে সেই বিস্তৃত কুষাণ-সাম্রাজ্য বহ ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হইয়া যার এবং খৃষ্টীয় চতুর্থ শতাব্দী হইতে গুপ্তাধিকার আরম্ভ হয় । খৃষ্টীয় অষ্টম শতাব্দীর প্রথম ভাগ পর্য্যন্ত গুপ্ত-রাজগণ মগধ ও বঙ্গে প্রবল ছিলেন। খৃষ্টীয় চতুর্থ শতাব্দীর মধ্যভাগে সম্রাটু সমুদ্র গুপ্ত উত্তরাপথ ও দক্ষিণাপথ বিজয় করিয়া অশ্বমেধযজ্ঞের অনুষ্ঠান করিয়াছিলেন। খ খৃষ্ঠায় পঞ্চম শতাব্দীর প্রথম ভাগে গুপ্ত সম্রাট প্রথম কুমার গুপ্তের অধিকার উৎকলের উদয়গিরি পর্য্যস্ত যে বিস্তৃত ছিল, তাহার পরিচয় পাওয়া যার । । পঞ্চম শতাব্দীর শেব ভাগে মহারাজাধিরাজ স্কন্দ গুপ্ত হুণ-যুদ্ধে জীবন বিসর্জন করিলে বিশাল গুপ্ত-সাম্রাজ্য ধ্বংস হইয়া যায়। রাখাল বাবু অকুমান করেন, স্কন্দ গুপ্তের পরে র্যাহারা গুপ্ত-সিংহাসনে আরোহণ করিয়াছিলেন, র্তাহারা মগধ ও বঙ্গের বাহিরে অন্য কোন প্রদেশে অধিকার বিস্তৃত করিতে পারেন নাই। ; পরবৰ্ত্তিকালে খৃষ্টীয় সপ্তম শতাব্দীর প্রারম্ভে গোঁড়াধিপ শশাঙ্ক নরেন্দ্রগুপ্ত পুনরার পূর্বদিকে ব্ৰহ্মপুত্র নদের উপকণ্ঠ হইতে কলিঙ্গ পৰ্য্যন্ত বিস্তৃত ভূভাগ করগত করিয়া গৌড়রাজ্য প্রতিষ্ঠিত করিয়াছিলেন। তৎপরে সম্রাট হর্ষবৰ্দ্ধনের রাজ্যও বাঙ্গালার ইতিহাস, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, প্রথম তাগ -?): 8, 1 Jieet's Corpus Inscriptionum Indicarum, vol. III p. 44. বাঙ্গালার ইতিহাস, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, প্রথম ভাগ পৃ:৩৩।