পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Նեյ মেদিনীপুরের ইতিহাস । যথেষ্ট ফল ও ফুল উৎপন্ন হইত। অধিবাসিগণ পরিশ্রমী, সাহসী ও কাৰ্য্যতৎপর ছিলেন । * , ইউয়ান-চোয়াঙের লিখিত বিবরণ হইতে আরও জানা যার যে, ৬৩৫ খৃঃ অব্দে তাম্রলিপ্ত বন্দর সমুদ্রে ধৌত হইয়া গিয়াছিল। ইহা যে কিরূপ ধোঁত, তাহা স্পষ্ট করিয়া কিছুই লেখা নাই। অনুমান বিগত ১৭৩৭ খৃষ্টাব্দে কিংবা ১৮৬৪ খৃঃ অব্দের ভীষণ ঝটিকা ও জলপ্লাবনে এই নগরটি যেরূপ ধৌত হইয়া গিয়াছিল, উহাও সেইরূপ হইবে। নতুবা একবারে সমগ্র নগরটি সমুদ্রের গর্ভসাৎ হইলে ইউস্নান-চোয়াং অবশুই স্পষ্ট করিয়া তাহা লিখিতেন। কারণ, তিনি ৬৪৫ খৃঃ অব্দ পর্য্যস্ত এতদ্দেশের বিবরণ র্তাহার গ্রন্থে লিখিয়। शिंग्नटिक्लम । # ইউয়ান-চোয়াঙের পরে খৃষ্টীয় ৬৭৩ অব্দে ই-চিঙ, নামক ॥আর একজন বৌদ্ধ পরিব্রাজক চীনের কাং-চটু নগর হইতে সমুদ্রপথে ভাগীরথীর মোহানায় তাম্রলিপ্ত নগরে আগমন করিয়াপরিব্রাজক ছিলেন। তিনি এখান হইতে নালান্দায় গমন *" করেন এবং তথায় সংস্কৃত-শিক্ষার জন্য কয়েক বৎসর অবস্থান করিয়া পুনৰ্ব্বার তাম্রলিপ্ত নগরে আসিয়া অর্ণবধানারোহণে দক্ষিণদিকে গমন করিয়াছিলেনন। ৭ তিনি তাম্রলিপ্তের বিবরণে লিখিয়াছেন যে, মোটামুটী ধরিতে গেলে ভারতের মধ্যদেশ হইতে ইহা । প্রান্তদেশ-পূৰ্ব্ব ও পশ্চিমে তিন শত যোজনের অধিক, झक्रिी ७

  • Samuel Beal’s Budhist Records of the Western World Wol. II. рр. 204-201 and Hunter's Orissa, Vol.I. pp 3o9-31o.

+ Imperial Gazetteer of India; Vol. VIII. p 5-14. f Watter's on Yuan-Chwang, Vol. I & II.

  • Max Muller's India What Can it Teach us 2 pp. 342–342.