পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দু-রাজত্ব-তাম্রলিপ্ত-রাজ্য। ե:, উত্তরে সীমান্তভূমি চারিশত যোজনেরও অধিক দূরবর্তী। ভারতের পূর্বসীমা হইতে এই রাজ্য ৪০ যোজন দক্ষিণে অবস্থিত এবং পূৰ্ব্বভারতের অন্তর্গত “মহাবোধি” ও শ্রীনালন্দ হইতে প্রায় যাইট যোজন। পরিব্রাজকগণকে চীন-প্রত্যাবর্তনের সময় ঐ স্থানেই পোতারোহণ করিতে হয় এবং সেখান হইতে পূৰ্ব্বাভিমুখে ক্রমাগত দুই মাস কাল গমন করিলে 'ৰ্তাহার ক-চ নামক স্থানে উপস্থিত হন। কিন্তু যাহারা সিংহলে যাইতে ইচ্ছা করেন, তাহাদিগকে পশ্চিম-দক্ষিণভিমুখে যাত্রা করিতে হয়। তিনি শুনিয়াছিলেন যে, সিংহলদ্বীপ তাম্রলিপ্ত হইতে সাত শত যোজন দূরে অবস্থিত। তাম্রলিপ্তে তৎকালে পাঁচ ছয়টি ধৰ্ম্মমন্দির ছিল এবং তথাকার অধিবাসীরা সকলেই ধনী ছিলেন । * -চিণ্ডের পরে আরও কয়েকজন পরিব্রাজক তারতবর্ষে আগমন করিয়াছিলেন ; কিন্তু তাহাদের ভ্রমণবৃত্তান্তে তাম্রলিপ্ত সম্বন্ধে বিশেষ নুতন কথা কিছু পাওয়া যায় না। তবে তাহারা কোন পথে কি ভাবে তাম্রলিপ্তে আসিয়া-ছিলেন, তদ্বিবরণ আলোচনা করিলে, কোন কোন্‌ দেশের সহিত তাম্রলিপ্তের বাণিজ্য-সম্বন্ধ বিদ্যমান ছিল, তাহা বুঝিতে পারা যায়। ঐ সকল পর্য্যটকের মধ্যে তাও-লিন, তাং-চেং-তেং, হুই-লুন, উ-হিং-চেং-কন, চাং-মিন প্রভৃতি প্রসিদ্ধিসম্পন্ন। তাও-লিন ঘবদ্বীপ ও নিকোবার দ্বীপপুঞ্জের পথে ত স্ত্রলিপ্ত আসিয়াছিলেন । তাং-চেং-তেং লঙ্কাদ্বীপ হইতে আসিয়া বরাহবিহারে বাস করিয়াছিলেন। যে বাণিজ্যপোতে তিনি তাম্রলিপ্তে আসিতেছিলেন, পধি অস্থান্ত পরিব্রাজকগণ । • Indian shipping, p. iii.