পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o মেদিনীপুরের ইতিহাস । মধ্যে সেই বাণিজ্যপোত মু্য কর্তৃক লুষ্ঠিত হইয়াছিল। হুই-লুন ও উ-হিং যথাক্রমে কোরিয়া ও লঙ্কাদ্বীপ হইতে আসিয়াছিলেন। এই সকল বিবরণ হইতে তাম্রলিপ্তের সহিত যে বিভিন্ন দেশের বাণিজ্যসম্বন্ধ ছিল, তাহ জানা যায়। খৃষ্টীয় ৬৭৩ অব্দে চৈনিক পরিব্রাজক ই-চিঙ, তাম্রলিপ্তে আসিয়া একটি ফরাহ-মন্দির দেখিয়া গিয়াছিলেন। ঐ মনিীর তৎকালে হারিতী দেবীর মূৰ্ত্তি পূজিত হইত। সুপণ্ডিত বীল সাহেব লিখিয়াছেন যে, চালুক্যগণ ও দাক্ষিণাত্যের অনেক রাজবংশ আপনাদিগকে হারিতী দেবীর সন্তান বলিয়া পরিচয় দিয়া থাকেন এবং বরাহ-মূৰ্ত্তিও চালুক্য দিগের জাতীয় চিহ্ন। তিনি অনুমান করেন, তমলুকের প্রাচীন বরাহ-মন্দিরটি চালুক্যবংশীয় কোন ব্যক্তি কর্তৃক নিৰ্ম্মিত হইয়াছিল ৷ অন্যতম চৈনিক পরিব্রাজক ইউয়ান-চোয়াং ৬২৯ খৃঃ অব্দ হইতে ৬৩৫ খৃঃ অব্দের মধ্যে কোন সময়ে তাম্রলিপ্তে আসিয়াছিলেন । কিন্তু তাহার লিধিত বিবরণে ঐ বরাহ-মন্দিরটির উল্লেখ নাই। এই কারণে মনে হয়, ৬৩৫ খৃঃ অন্ধ হইতে ৬৭৩ খৃঃ অব্দের মধ্যে কোন সময়ে ঐ মন্দিরটি প্রতিষ্ঠিত হইয়াছিল। বোম্বাইপ্রদেশে কালাড গি জেলায়, ঐহোল নগরে যেগুটি নামক স্থানে দক্ষিণাপথরাজ চালুক্যবংশীয় দ্বিতীয় পুলকেশীর যে শিলালিপিধানি আবিষ্কৃত হইয়াছে, উহাতে জানা যায় যে, পুলকেশী কলিঙ্গ ও কোশল জর করিরাছিলেন। ঃ হৰ্ষবৰ্দ্ধন চালুক্যরাজ পুলকেশী কর্তৃক তাম্রলিপ্তে চালুক-রাজবংশ।

  • পৃথিবীর ইতিহাস, দুর্গাদাগ লাহিড়ী, ৪র্থ ভাগ, পৃঃ ১৮৩। + Budhist Records of the Western World. Vol. I. p. rio.

Epigraphia Indica. Vol. VI. p. 6,