পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দু-রাজত্ব—তাম্রলিপ্ত-রাজ্য। ఫి) পরাজিত হইয়াছিলেন। রাখাল বাবু অনুমান করেন, উড়িষ্যায়, দক্ষিণ-কৌশলে ও কলিঙ্গে হর্ষের সহিত পুলকেণীর সংঘর্ষ হইয়াছিল । * প্রত্নতত্ত্ববিদৃগণ অকুমান করেন, ৬৪৬ অথবা ৬৪৭ খৃঃ অব্দে হৰ্ষবৰ্দ্ধনের মৃত্যু ঘটে। t সম্ভবতঃ ইহারই কিছুদিন পূৰ্ব্বে যৎকালে উড়িষ্যা ও দক্ষিণ-কৌশল পুলকেশীর অধিকারভুক্ত হইয়াছিল, তৎকালে কিছুদিনের জন্ত তাম্রলিপ্তেও তাহার অধিকার প্রতিষ্ঠিত হয়, এবং সেই সময়েই পূৰ্ব্বোক্ত বরাহ-মন্দিরটি স্থাপিত হইয়াছিল। গুপ্ত রাজগণের পরে গৌড়-বঙ্গে পাল-বংশের অভু্যদয় ঘটে। খৃষ্টায় একাদশ শতাব্দী হইতে পাল-বংশের অধঃপতন আরম্ভ হয়। র্তাহী দের সময় হইতেই তাম্রলিপ্ত-রাজ্যের স্বাতন্ত্র্যও নষ্ট হইয়া গিয়াছিল বলিয়া মনে হয় । তাম্রলিপ্ত-রাজ্য তখন দক্ষিণ-রাঢ়ের অন্তভুক্ত হইয়া একটি ক্ষুদ্রতন রাজ্যে পরিণত হইয়াছিল। পালবংশীয় প্রথম মহীপালদেব যখন গোড়ের সম্রাট, সেই সময় গৌড়য়াজ্য কাঞ্চীপতি রাজেন্দ্র চোল কর্তৃক আক্রান্ত হইয়াছিল। রাজেন্দ্র চোল ১০১২ খৃঃ অব্দে সিংহাসনে আরোহণ করিয়াছিলেন। র্তাহার ত্রয়োদশ রাজ্যাঙ্কে উৎকীর্ণ তিরুমলৈ শিলালিপিতে তদীয় উত্তরাপথাভিধানের বিবরণ অাছে। : উক্ত বিবরণ হইতে জানা বায় বে, রাজেন্দ্র চোল দিগ্বিজয়ে আসিয়। দুৰ্গম ওডড বিষয় (উড়িষ্যা), মনোরম কোশলনাডু (কলিঙ্গের নিকটস্থ মহাকোশল—বৰ্ত্তমান সম্বলপুর প্রভৃতি জেলা), মধুকরনিকর-পরিপূর্ণ উদ্যান-বিশিষ্ট্র তদবুত্তি ( দণ্ডভুক্তি বা মেদিনীপুর জেলার অন্তর্গত দাতন পালবংশ ও দিগ্বিজয়ী রাজেন্দ্র চোল ।

  1. V. A. Smith, Early History of India, 3rd Edition, p. 352. ; Epigraphia Indica, Vol. IX. pp. 232-233.