পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দু-রাজত্ব-তাম্রলিপ্ত-রাজ্য। > * কর সংগ্ৰহ করিয়াছিলেন এবং মানার দুর্গ অধিকার করিয়া লইয়াছিলেন। • রাখাল বাবু অম্বুমান করেন যে, উৎকলরাজ অনন্তবর্ষ। স্থায়িভাবে রাঢ়দেশ অধিকার করিতে পারেন নাই ৭ বিজয় সেন য়ে সময় পালবংশীয় গৌড়েশ্বরের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিয়াছিলেন, সেই অবসরে অনন্তবৰ্ম্ম রাঢ়দেশ অধিকার করেন। যুদ্ধান্তে সমগ্র উত্তররাঢ় ও দক্ষিণ-রাঢ় পুনরায় বিজয় সেনের করতলগত হইয়াছিল। কারণ, দেবপাড়ার শিলালিপি হইতে জানা যায় যে, বিজয় সেন কলিঙ্গাধিপতিকে পরাজয় করিয়াছিলেন। সে সময় অনন্তবৰ্ম্ম চোড়গঙ্গই কলিঙ্গাধিপতি ছিলেন। } " খৃষ্টীয় ত্রয়োদশ শতাব্দীর প্রথমভাগ হইতে একপ্রকার সেনরাজবংশের ক্ষমতা শিথিল হইতে আরম্ভ হয়। ঐ সময় গৌড়রাজ্যের কিয়দংশ মুসলমানদিগের করতলগত হয় এবং ড্রক্ষিণরাঢ়ের অধিকাংশ উৎকলের প্রবল-প্রতাপান্বিত গঙ্গবংশ অধিকার করেন। উৎকলরাজ অনঙ্গভীমদেব খৃষ্ঠায় ১২ ১১ অব্দ হইতে ১২৩৮ অন্ধ পৰ্য্যন্ত উৎকলের সিংহাসনে প্রতিষ্ঠিত ছিলেন। উৎকলের প্রাচীন ইতিহাস মাদল পঞ্জীতে অনঙ্গভীমদেবের রাজ্যকালের যে বিবরণ আছে, তাহাতে জানা যায় যে, তাহার সিংহাসনলাভের পূৰ্ব্বে উৎকলরাজ্যের উত্তর সীমা কাসবাস নদী পৰ্য্যস্ত বিস্তৃত ছিল ; কিন্তু তিনি র্তাহার রাজ্যাধিকার উত্তরে বড়দনাই নদী (পুরাতন দামোদর) পর্য্যন্ত বিস্তৃত করিয়াছিলেন। তাম্রলিপ্ত, মান্সারণ প্রভৃতি ভূভাগ'ঐ প্রদেশেরই অন্তর্গত। অনন্তবৰ্ম্মা চোড়গঙ্গ যে স্থায়িভাবে দক্ষিণরাঢ় অধিকার করিতে . J. A. S. B, 1896, pt. I. p. 239-241. ד + বাঙ্গালার ইতিহাস, প্রথম ভাগ, পৃঃ ২৮৮-২৯• । : Journal and Procceedings of the Asiatic Society of Bengal. New Series, vol. XII, 1916, No I, p. 31.