পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দু-রাজত্ব—তাম্রলিপ্ত-রাজ্য। $8 উদ্ধৃলিত হইয়াছিল। * শশাঙ্কের পরে তাম্রলিপ্ত-রাজ্য সম্রাট হর্ষবৰ্দ্ধনের রাজ্যভুক্ত হয়। বাণভট্টের রচিত 'হর্ষচরিতে সম্রাট হর্ষবৰ্দ্ধনের রাজ্যকালের বিবরণ আছে। হর্ষচরিতে সুহ্মের অধিপতি দেবসেন নামক একজন রাজার। নাম পাওয়া যায়। এই সুহ্মাধিপতি যে তাম্রলিপ্ত রাজ্যেরই অধিপতি ছিলেন এবং সুগ্ধ ও তাম্রলিপ্ত তখন যে একই রাজ্য ছিল, তাহা বলা যাইতে পারে। কারণ, ঐ সময়েই সুবিখ্যাত চৈনিক পরিব্রাজক ইউয়ান-চোয়াং ভারতবর্ষে আসিয়া বঙ্গদেশ যে পাঁচটি রাজ্যে বিভক্ত দেখিয়া গিয়াছিলেন, তাম্রলিপ্ত-রাজ্য তন্মধ্যে একতম। তাহার লিখিত বিবরণে মুগ্ধরাজ্যের নাম নাই। " হর্ষচরিভে খে বায় দেবসেনের মহিষী দেবকী দেবরের প্রতি অনুরক্তা ছিলেন। তিনি বিষ্ণচূর্ণগর্ভ কৰ্ণোংপল-সাহায্যে দেবসেনকে নিহত করেন। অতঃপর এই রাজবংশের অবস্থা কিরূপ দাড়ায়, বলা যায় না । মহামহোপাধ্যায় পণ্ডিভ হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় কবি রামচন্দ্ররচিত একখানি পুরাতন সংস্কৃত পুথি আবিষ্কায় করিয়াছেন। উহাতে তাম্রলিপ্তের গোপীচন্দ্র রাজার নাম পাওয়া যায়। তালিপ্তের মন্ত্র গোপীচন্দ্ৰ ছত্ৰেশ্বরী দেবীয় সম্মুখে ক্রোধে অধীর গোপীচত্র ও কালু હૂકા ! হইয়া এক ব্রাহ্মণের শিরশ্বেদ করায় দেবী অধোমুৰী হইয়া থাকেন। কিছু দিন পরে গোপীচন্দ্র পাঙ্গাভূমিতে গিয়া গঙ্গাসাগরের লোতে মহেশ্বরের কাছে জলে ডুবিয়া বান। সেই সময় কাকড় দেশের কৈবুৰ্ত্ত-রাজা হাজার কৈবৰ্ত্ত সেনা লইয়া তিন দিন রাজধানী লুণ্ঠম করেন এবং পোড়াইয়া দেন । ইহার পর হইতে তাম্রলিপ্তে কৈবর্তদিগের অধিকার আরম্ভ হয়। কৰি

  • cशोज़बाबबाण-ब्रयायनान ध्मा-*न ठाण, भूः 1-४, २० ।। # Hunter's Orissa—vol. I. "p. 3o9-310. یرr

মেদিনীপুর সাহিত্যপরিষদের ৪র্থ দ্বাধিক অধিবেশনে সভাপতির অভিভাষণ।