পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2 ది ఫి মেদিনীপুরের ইতিহাস। ভীমদেবও খৃষ্টীয় ত্রয়োদশ শতাব্দীর প্রথম ভাগে বর্তমান ছিলেন, সুতরাং তিনি ভূঞাদিগকে পরাজিত করিয়া যে প্রদেশ করতলগত করেন, তাহা যে এই কালু ভুঞারই রাজ্য, তাহ নিঃসন্দেহে বলা যাইতে পারে। অনঙ্গভীমদেব এই প্রদেশ অধিকার করিয়া লইয়৷ ভূঞাবংশকে উৎখাত করেন নাই ; দেখা যায়, ভূঞাবংশ গঙ্গবংশের সামস্তরূপেই প্রতিষ্ঠিত ছিল। তমলুকের রাজবাটীর বংশপত্রিকায় কালু ভুঞার পূর্ববর্তী আরও কয়েকজন রাজার নাম দৃষ্ট হয়। কিন্তু কেবলমাত্র সেই কয়েকটি নাম ব্যতীত তাহাদের সম্বন্ধে আর কোন কথাই তাম্রলিপ্তের - arলনকরণ, জানা যায় না। বিজ্ঞানসন্মত প্রণালীতে রচিত ইতিহাসে র্ত্যহাদের কোন স্থান নাই। আমরা কেবল অকুমানের উপর নির্ভর করিয়ার্তাহাদের রাজত্বকাল নির্ণয়ের চেষ্টা করিব। পূৰ্ব্বোক্ত বংশপত্রিকায় সৰ্ব্বপ্রথম রাজার নাম ময়ূরধ্বজ দেখিতে পাওয়া যায়। তৎপরে যথাক্রমে নিম্নলিখিত ব্যক্তিগণ রাজসিংহাসন প্রাপ্ত হইয়াছিলেন ;–তাম্ৰধ্বজ, হংসধবজ, গরুড়ধ্বজ, বিদ্যাধর রায়, নীলকণ্ঠ রায়, জগদীশচন্দ্র রায়, চন্দ্রশেখর রায়, বীরকিশোর রায়, গোবিন্দদেব রায়, যাদবেন্দ্র রায়, হরিদেব রায়, বিশ্বেশ্বর রায়, নৃসিংহচন্দ্র রায়, শম্ভুচন্দ্র রায়, দ্বীপচন্দ্র রায়, দিব্যসিংহ রায়, বীরভদ্র রায়, লক্ষ্মণচন্দ্র রায়, রামচন্দ্র রায়, পদ্মলোচন রায়, কৃষ্ণচন্দ্র রায়, গোলোকনারায়ণ রায়, বলিনারায়ণ রায়, কৌশিকনারায়ণ রায়, অজিতনারায়ণ রায়, কৃষ্ণকিশোর Brahmans and through faith in god Bishnu, conquring with sword the Bhuyas and Puranas, I have extended my kingdom on the north from Kasabas to the river Danai Burha (Jan Perdo or the old Damodar), was.” J. A. S. B.-New Series—vol. XII. 1916, No I. p. 31, 3.