পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দু-রাজত্ব—তাম্রলিপ্ত-রাজ্য । 'eళి রায়, চন্দ্রার্ক রায়, মৌঞ্জীকিশোর রায়, মার্কগুকিশোর রায়, ইন্দ্রমণি রায়, সুধন্বী রায়, মৃগয়া দেবী (সুধম্বা রায়ের ভগিনী ও কুমার যামিনীভঙ্গের স্ত্রী), রায়ভায় রায়, লক্ষ্মীনারায়ণ রায়, নিঃশঙ্কনারায়ণ রায় (লক্ষ্মীনারায়ণ রায়ের জামাতা, কন্যা চন্দ্র দেবীর স্বামী)। তৎপরে কালু ভূঞা ও র্তাহার অধস্তন পুরুষগণের নাম উল্লিখিত হইয়াছে। • এই বংশপত্রিকা দেখিয়া কেহ কেহ অনুমান করেন, জৈমিনিভারতে উল্লিখিত রাজা ময়ুরধ্বজ ও তৎপুত্র তাম্ৰধ্বজ এবং এই বংশপত্রিকায় বিবৃত রাজা ময়ূরধ্বজ ওরাজা তাম্ৰধ্বজ বথাক্রমে একই ব্যক্তি; আর উক্ত রাজা ময়ূরধ্বজ হইতে রাজা কালু ভূঞা ও বর্তমান ভূস্বামী পৰ্য্যন্ত একই রক্তের ধার প্রবাহিত হইয়া আসিতেছে ; ঐতিহাসিক গণনানুসারে তিন পুরুষে বা তিন জন রাজায় এক শতাব্দী হিসাব করিলে দেখা যায় যে, রাজা ময়ূরধ্বজ খৃষ্টীয় প্রথম শতাব্দীতে। বর্তমান ছিলেন। কিন্তু জৈমিনি-ভারতে উল্লিখিত ঘটনা উহার বহুকাল পূৰ্ব্বে ঘটয়াছিল। এইজন্য র্তাহারা অনুমান করেন যে, বংশপত্রিকায় সমস্ত রাজার নাম উল্লিখিত হয় নাই, কেবল খ্যাতিসম্পন্ন রাজাদের নামই বিরত আছে ; সুতরাং এ ক্ষেত্রে পূৰ্ব্বোক্ত তিন পুরুষ হিসাবের দ্বার: তাহাদের সময়ের বথার্থ নিরূপণ অসম্ভব। এই মতটি গ্রহণ করিতে হইলে জিজ্ঞাসা করিতে হয় যে, তাহা হইলে উক্ত তালিকায় দেবরক্ষিতের নাম নাই কেন ? দেবরক্ষিত যে খ্যাতিমান রাজা ছিলেন, সে বিষয়ে সন্দেহ থাকিতে পারে না । কারণ, দেখা যায় যে, তিনি স্বরাজ্য তাম্রলিপ্ত ব্যতীত কোশল, উড় ও সমুদ্রতীরবর্তী জনপদসমূহের উপরও আধিপত্য বিস্তায় করিতে সমর্থ হইয়াছিলেন ; অধিকন্তু তিনি তৎকালে খ্যাতিমান রাজা ছিলেন বলিয়াই বিষ্ণুপুরাণে ভাষার

  • Hunter's Statistical Account of Bengal, vol. III. p. 63.