পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bo8 মেদিনীপুরের ইতিহাস | নাম পাওয়া যায়। সেই জন্ত বিষ্ণুপুরাণের রাজা দেবরক্ষিতের নাম যেমন উড়াইয়া দিবার উপায় নাই, সেইরূপ শাস্ত্রী মহাশয়ের আবিষ্কৃত বঙ্গের তৎকালীন বহু ঐতিহাসিক ঘটন সং:ে শিখরভূমির রাজা রামচন্দ্র-কৃত প্রাচীন পুথিখানিতে উল্লিখিত রাজা গোপীচক্সের প্রসঙ্গও কবিকল্পনাপ্রস্থত বলিয়া পরিত্যাগ করিতে পারা যায় না 7 বর্তমান যুগের স্বনাম-খ্যাত ঐতিহাসিক শাস্ত্রী মহাশয় স্বয়ংও পুথিখানির ঐতিহাসিকত্বে বিশ্বাস করেন। গোপীচত্র ক্ষত্রিয় রাজা বলিয়া উল্লিখিত হইয়াছে। তাহার মৃত্যুর পর হইতে তমলুকে কৈবৰ্ত্তজিগের প্রাধান্ত বিস্তৃত হয়। কালু ভূঞা জাতিতে কৈবৰ্ত্ত ছিলেন এবং তমলুকের যত্নমান ভূস্বামীও কৈবৰ্ত্ত। সমসাময়িক ঘটনাবলী দ্বারাও তাহাই প্রমাণিত হয় ;-পূর্বে সে কথার আলোচনা করিয়াছি। এই কারণে পূৰ্ব্বেক্ত রাজগণের সহিত দেবরক্ষিত বা গোপীচন্দ্রের কোন সম্বন্ধ ছিল বলিয়৷ যেরূপ মনে হয় না, সেইরূপ কালু ভুঞার সঙ্গে দেবরক্ষিত বা গোপীচন্দ্রের বংশের অথবা পূৰ্ব্বোক্ত রাজগণেরও কোন সম্বন্ধ নাই বলিয়াই আমাদের বিশ্বাস। কালু ভূঞা সম্পূর্ণ ভিন্ন-প্রকৃতির নাম। পূৰ্ব্বোক্ত রাজাদের মধ্যে কাহারও ঐরূপ নাম নাই ; বরং কালু ভুঞার অধস্তন পুরুষগণের মধ্যে ধাঙ্গড়, ভাঙ্গড়, হরবাব, ধিতাই প্রভৃতি নাম झूठे शब्ल । যেগাস্থিনিসের উল্লিখিত গণ্ডরিডি-রাজ্যের প্রসঙ্গে আমরা লিখিরাছি যে, আমাদের অনুমান, তাম্রলিপ্তের প্রাচীন রাজবংশ মহাভারতীয় কাল হইতে সম্রাট অশোকের সময় পৰ্য্যন্ত বৰ্ত্তমান ছিল। পণ্ডিতগণের মতে কুরুক্ষেত্র-যুদ্ধ খৃষ্ট-পূৰ্ব্ব পঞ্চদশ শতাব্দী হইতে ত্রয়োদশ শতাব্দীর মধ্যে কোন সময়ে হইয়াছিল এবং সম্রাট অশোক খৃষ্ট-পূর্ব তৃতীয় শতাব্দীতে রাজত্ব করিতেন। বংশপত্রিকায় উল্লিখিত রাজাদের