পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দু-রাজত্ব—তাম্রলিপ্ত-রাজ্য। yoసెy অপসারিত হইলে তাম্রলিপ্তের বাণিজ্যও বিলুপ্ত হইয়া যায়। এক সময়ে তাম্রলিপ্ত যে একটি বিশেষ সমৃদ্ধিশালী সামুদ্রিক বন্দর ছিল, আজ পর্য্যন্ত তাহার নিদর্শন দৃষ্ট হয়। রূপনারায়ণ নদের ভাঙ্গনে ও তমলুক সহরের নিকটবৰ্ত্তী শিমল, নিমতোড়া প্রভৃতি গ্রামে পুষ্করিণ্যাদি খননকালে দশ পনর ফিট মৃত্তিকার নিয়ে বহুসংখ্যক কৃপ, অট্টালিকার ভগ্নাবশিষ্ট ভাগ, প্রাচীন মুদ্র, প্রস্তরমূৰ্ত্তি ও অর্ণবযানাদির কাষ্ঠাদি যাহা প্রাপ্ত হওয়া যায়, তাহাই উহার প্রাচীনত্বের যথেষ্ট পরিচায়ক। তবে এক্ষণে গোঁড়, পাণ্ডুয়। প্রভৃতি প্রাচীন নগরগুলিতে যেরূপ প্রস্তর ও ইষ্টকের ভগ্নাবশেষ স্তুপীকৃত দেখা যায়, তমলুকে সেরূপ দৃষ্ট হয় না। ইহাতে অনুমিত হয়, প্রাচীন তাম্রলিপ্ত নগরের অধিকাংশ গৃহই কাষ্ঠ-নিৰ্ম্মিত ছিল। কারণ, তৎকালে যে সকল নগর নদীতীরে বা সাগরকুলে অবস্থিত ছিল, সে সকল নগরের ঘর-বাড়ী প্রায়ই কাষ্ঠ-নির্মিত হইত এবং পাহাড় বা উচ্চ স্থানে অবস্থিত গৃহাদি ইষ্টক বা প্রস্তর দ্বারা নির্মিত হইত বলিয়া সে কালের লেখকগণ উল্লেখ করিয়াছেন । * বিশেষতঃ ঝটিকা ও জলপ্লাবন হইলে তাম্রলিপ্ত নগর যে সময় সময় ধৌত হইয়া যাইত, খৃষ্টীয় সপ্তম শতাব্দীতে লিখিত ইউয়ান-চোয়াঙের ভ্রমণ-বৃত্তান্ত হইতেও তাহা জানা যার । এই কারণেই বোধ হয়, তামলিপ্তবাসিগণ তৎকালে ইষ্টকালয়-নিৰ্ম্মাণের পক্ষপাতী ছিলেন না । বহু শত বৎসরের বহু শত কারণপরম্পরার হিন্দুর সমুদ্রযাত্রা আঞ্জ স্বপ্ন-কাহিনীতে পৰ্য্যবসিত হইয়াছে। কিন্তু এমন একদিন ছিল— যে দিন বাঙ্গালীর পোতারোহণ-কোলাহলে তাম্রলিপ্তের লবণাসুবেলা নিয়ত কলকলায়মান রহিত । বাঙ্গালীর বাণিজ্যপোত কত দেশের • Mc' ' rindies' Ancient India, pp. 68, 2o4.