পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

•ર মেদিনীপুরের ইতিহাস । করিয়া দেন। যে নগরে ঐ মন্দির নিৰ্ম্মিত হইয়াছিল, তাহা দস্তপুর ব! দন্তপুরী নামে অভিহিত হয় । ব্ৰহ্মদত্তের বংশে ৩৭০ হইতে ৪৯০ খৃষ্টা দের মধ্যে গুহশিব বা শিবগুহ মামে একজন রাজা ছিলেন। শিবগুহ ব্রাহ্মণ্য ধর্মের শ্রেষ্ঠত স্বীকার করিতেন। কিন্তু একদিন দন্তপুর নগরের দন্তোৎসব দেখিয়া, তিনি মুগ্ধ হইয়, বৌদ্ধ-ধৰ্ম্মে দীক্ষিত হন । ইহাতে ব্রাহ্মণের ক্রুদ্ধ হইয়া পাটলিপুল্লাধিপতির নিকটে তাহার বিরুদ্ধে অভিযোগ করলে, তিনি বুদ্ধদন্ত সহ শিবগুহকে বন্দী করিয়া লইয়া যাইবার জন্য চিত্তযfন-নামক এক সামন্ত-নরপতিকে প্রেরণ করেন । পাটলিপুত্রে দস্তটি আনীত হইলে সেখানে বহু অভূতপূৰ্ব্ব কাণ্ড ঘটিতে থাকে। পাটলিপুত্রাধিপতি তাহা দেখিয়া বুদ্ধদন্তের ভক্ত হইয়া প:ড়ন। শিবগুহ দস্তুটি সহ দন্তপুরে প্রেরিত হন। পাটলিপুত্ৰাধিপতির মৃত্যুর পরে ক্ষীরধfর-নামক পাশ্ববত্তী এক নৃপতির জামাতা অসংখ্য সৈন্ত সমভিব্যাহরে শিবগুহের রাজ্য আক্রমণ করেন। শিবগুহ যুদ্ধে পরাজিত ও নিহত হইলে তাহার জামাতা উজ্জয়িনী-রাজকুমার রাজকন্যা হেমকল সহ ছদ্মবেশে সেই পবিত্র দস্তটি লইয়া তাম্রলিপ্ত বন্দরে উপস্থিত হন ও তথা হইতে পোতারোহণে সিংহলে গমন করেন। সিংহলাধিপতি মেঘবাহন তাহাদিগের নিকট হইতে দস্তুটি সাদরে গ্রহণ করিয়া “দেবানম পিয়" তিব্য নিৰ্ম্মিত ধৰ্ম্ম-মন্দিরে রক্ষা করেন। উহা তদবধি সিংহলে রক্ষিত ও পূজিত হইতেছে। খৃষ্টীয় পঞ্চম শতাব্দীতে চৈনিক পরিব্রাঞ্জক ফা-হিয়েন সিংহলে মহাসমারোহের সহিত বুদ্ধদন্ত-প্রতিষ্ঠায় বার্ষিক উৎসব দেখিয়া গিয়াছিলেন । * উক্ত দন্তপুর নগরের বর্তমান স্থান নির্ণয় লইয়া পুরাতত্ববিদ্বগণের • বিশ্বকোষ-৮ম ভাগ—লুঃ ৩০৪।