পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দু-রাজত্ব—উৎকল-রাজ্য। bb& দাঠাবংশের বিবরণে দেখা যায় যে, ব্রাহ্মণগণ কলিঙ্গাধিপতির ৰিকুদ্ধে অভিযোগ করিলে, পাটলিপুল্লাধিপতি র্তাহাকে লইয়া যাইবার আদেশ করিয়াছিলেন। ইহা দ্বারা অনুমিত হয় উৎকলে সমুদ্রগুপ্ত। যে, সে সময় শিবগুহের রাজ্য পাটলিপুত্ৰাধিপতির সাম্রাজ্য-ভুক্ত ছিল। খৃষ্টীয় চতুর্থ শতাব্দীর শেষাৰ্দ্ধভাগে সমুদ্রগুপ্ত মগধ-সিংহাসনে প্রতিষ্ঠিত ছিলেন। তাহার খোদিত লিপি হইতে জানা যায় যে, তিনি দক্ষিণাপথ বিজয় করিয়াছিলেন। কলিঙ্গদেশের পুরাতন রাজধানী পিষ্টপুর তাহার অধিকারভুক্ত হইয়াছিল। • সম্ভবতঃ এই মগধ-সম্রাট সমুদ্রগুপ্তের সময়েই শিবগুহ পাটলিপুত্রে নীত হইয়াছিলেন। সমুদ্রগুপ্তেয় খোদিত লিপিতে দেখা যায় যে, তিনি দক্ষিণাপথ জয় করিতে যাত্র করিয়া পথে মগধ ও উড়িষ্যার মধ্যবৰ্ত্তী প্রদেশের দুই জন রাজাকে পরাজিত করিয়াছিলেন। ঐ দুই बाश्रडूम e জনের মধ্যে প্রথম দক্ষিণ-কোশলরাজ মহেন্দ্র ও ব্যাস্ত্ররাজ । দ্বিতীয় মহাকাস্তারের অধিপতি ব্যাস্ত্ররাজ । ইহার পর তিনি উৎকল বা কলিঙ্গে প্রবেশ করিয়াছিলেন । প্রাচীন দস্তু nificent 1 emains of old buildings have been discovered at Satadaulla and Mogalmari and bricks and stones, it is estemated, have been dug out numbering about 26 lacks and some crores yet lie buried under the ground.” “From these it appears that the above place were once the residence of the ancient Rajas and exceedingly populous.” Harrison's Report on the Archoelogy of the District of Midnapore, No. 207 dated the 20th. Augt. 1873. o ' Fleeta' Corpus Inscriptionum Indicarum Vol. III. p. 6-8. + वात्राणाञ्च ३ठिशन-ब्र:थ“णनान पcचmोगाषाङ्ग-sझ खैौश-यू: s१ ।।