পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Σ' Σίγ মেদিনীপুরের ইতিহাস । ও কর্ণসেনকে পরাজয় করিয়া তাহার রাজ্য অধিকার করেন। পুত্রশোকে কর্ণসেনের রাণী বিষপান করিয়া প্রাণত্যাগ করিলে, কর্ণসেন প্রাণতয়ে ধৰ্ম্মপালের আশ্রয়-গ্রহণ করিতে বাধ্য হন । ধৰ্ম্মপাল ইছাই ঘোষের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন ; কিন্তু তাহাকে পরাজিত হইয়া ফিরিয়া আসিতে হয় । ধৰ্ম্মপালের শু্যালিকা রঞ্জাবতী তৎকালে বিবাহ-যোগ্য ছিলেন, ধৰ্ম্মপাল তঁহারই সহিত কর্ণসেনের বিবাহ দিয়া তাহাকে স্বীয় রাজ্যের মধ্যে ময়নাগড়ে প্রতিষ্ঠিত করিয়াছিলেন। ময়নাগড় এই মেদিনীপুর জেলার মধ্যেই অবস্থিত। রঞ্জাবতীর গর্ভে কর্ণসেনের লাউসেন-নামক এক পুত্রের জন্ম হয়। তাহার হস্তেই ইছাই ঘোষ নিহত হন। যথাস্থানে সে প্রসঙ্গ উথাপিত হইবে। আমরা দণ্ডভুক্তির ধৰ্ম্মপাল ও ধৰ্ম্মমঙ্গলের ধৰ্ম্মপালকে একই ব্যক্তি বলিয়া বিবেচনা করি । রাজেন্দ্র চোল একাদশ শতাব্দীর প্রথম পাদে বর্তমান ছিলেন এবং সাহিত্যাচাৰ্য্য শ্ৰীযুক্ত দীনেশচন্দ্র সেন মহাশয়ের নিৰ্দ্ধারণমতে খৃষ্ঠায় দশম কি একাদশ শতাব্দীতে লাউসেনেরও স্থিতি কাল নিরূপিত হয়। ধৰ্ম্মমঙ্গল-রচয়িত ধৰ্ম্মপালকে 'গৌড়েশ্বর বলিয়৷ অভিহিত করিয়াছেন । কিন্তু সে সময় গৌড়রাজ্যে পালরাজগণ প্রতিষ্ঠিত থাকিলেও ধৰ্ম্মপাল নামে কোন রাজা গৌড়ের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন না। পক্ষান্তরে, ধৰ্ম্মপাল নামে পালবংশীয় যে রাজা গৌড়রাজ্যে অভিষিক্ত হইয়াছিলেন, তিনি অষ্টম শতাব্দীর শেষপাদে ও নবম শতাব্দীয় প্রথমপাদে বিদ্যমান ছিলেন ; দশম বা একাদশ শতাব্দীতে নহে । * গৌড়েশ্বর ধৰ্ম্মপালদেবের পুত্র দেবপালদেবের মুঙ্গেরে প্রাপ্ত তাম্রশাসনে দেখিতে পাওয়া যায়, ধৰ্ম্মপালের পত্নীর নাম রন্ধাদেবী ;

  • গৌড়ের ইতিহাস—রজনীকান্ত চক্রবর্তী, প্রথম ভাগ, পৃঃ ৯৪।