পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দুরাজত্ব-উৎকল-রাজ্য। ১২৩৯ এখনও উহার মধ্যে ক্ষীণ ও পরাভূত বৌদ্ধধৰ্ম্মের লুকায়িত ছায়া পরিলক্ষিত হয়। রাজেন্দ্র চোলের হস্তে ধৰ্ম্মপালের ধ্বংসের পর সম্ভবতঃ সেই বংশীয় অন্য কেহ দণ্ডভুক্তির রাজ্যাধিকার প্রাপ্ত হন নাই। ধৰ্ম্মমঙ্গলেলাউসেনের চিত্রসেন-নামক এক পুত্রের নাম দৃষ্ট হয়। স্থানীয় জনশ্রুতি হইতে এই সেনবংশেরও অন্য কোন রাজার নাম সংগ্ৰহ করিতে পারা যায় নাই । ধৰ্ম্মপালের অভু্যদয়ের প্রায় ৭০ বৎসর পরে জয়সিংহ নামে দণ্ডভুক্তির আর একজন রাজার নাম আবিষ্কৃত হইয়াছে। পালবংশের অন্যতম অধীশ্বর রাজা রামপাল খৃষ্টীয় একাদশ শতাব্দীয় শেষপাদে (১০৬১-১১০৩) বঙ্গেয় সিংহাসনে প্রতিষ্ঠিত ছিলেন । কবি সন্ধ্যাকর নন্দীর ‘রামচরিতে’ রাজা রামপালের সামন্ত ঐ দণ্ডভুক্তিরাজ জয়সিংহের নাম আছে । উক্ত গ্রন্থে রাজা জয়সিংহ “দণ্ডভুক্তি-ভূপতিরস্তুত-প্রভাকর-কমল-মুকুল - তুলিতোৎকলেশ-কর্ণকেশরি- “ সরিবহুলভঃ কুম্ভসম্ভবো" উপাধিভে অভিহিত হইয়াছেন। ৭ অগস্ত্য যেমন সিন্ধুকে গ্রাস করিয়াছিলেন, জয়সিংহও তদ্রুপ উৎকলদেশের অধিপতি কর্ণকেশরীকে পরাভূত করিয়াছিলেন বলিয়া উল্লিখিত হইয়াছে। উৎকলের ইতিহাসে কর্ণকেশরী নামে কোন রাজার নাম নাই ; কোনও খোদিত লিপিতেও অদ্যাবধি কণকেশরী নাম আবির্ভূত হয় নাই। : এই জন্য বলা যাইতে পারে, কর্ণকেশী সমগ্র উৎকলের রাজা ছিলেন নী, তিনি উৎকলের অন্তর্গত কোন প্রদেশের অধিপতি রাজা জয়সিংহ । রাঞ্জা কর্ণকেশরী ও রাজা বিক্রমকেশরী । Sastri’s ‘Discovery of Living Budhisim in Bengal”—Census Report of Bengal, 19oi, pt I. pp. 2o2-204. + Memoirs of the Asiatic Society of Bengal, Vol. III. p. 36. বাঙ্গালার ইতিহাস, রাখালদাস বঙ্গ্যোপাধ্যায়, ১ম ভাগ, পৃঃ ২৫৯।