পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

^ఇt মেদিনীপুরের ইতিহাস । ছিলেন। রাজা রামপালের সামস্ত জয়সিংহের পক্ষে ঐক্লপ কোন রাজাকে পরাজয় করাই সম্ভবপর। রাজ। কর্ণকেশরী কোন প্রদেশে রাজত্ব করিতেন, তাহা সঠিক বলা যায় না। দণ্ডভুক্তি-প্রদেশে বিক্রমকেশরী নামে এক রাজার নাম শ্রুত হওয়া যায় । বৰ্ত্তমান দাঁতন নগরীর দুই মাইল উত্তরে এক্ষণে মোগলমারী নামে যে গ্রামটি পরিচিত, উহার প্রাচীন নাম অমরাবতীপুরী । জনশ্রুতি, ঐ স্থানে বিক্রমকেশরীর রাজধানী ছিল । * বিক্রমকেশরীর কন্যা সর্থীসেন বা শশিসেনা ও জামাত অহিমাণিক সম্বন্ধে অদ্যপি এ প্রদেশে নানাপ্রকার কিংবদন্তী প্রচলিত আছে। প্রায় তিন শত বৎসর পূৰ্ব্বে বৰ্দ্ধমান-নিবাসী কবি ফকিররাম ‘সর্থীসেন’-নামক কাব্যে বিক্রমকেশরীর কন্যা ও জামাতার প্রণয়-কাহিনী লিপিবদ্ধ করিয়া গিয়াছেন। ৭ দেখা যায়, ধৰ্ম্মপাল ও জয়সিংহ যে প্রদেশে রাজত্ব করিতেন, সেই প্রদেশে বিক্রমকেশরী নামে একজন রাজাও এক সময়ে রাজত্ব করিয়াছিলেন । আমাদের অনুমান, রাজা ধৰ্ম্মপাল রাজেন্দ্র চোল কর্তৃক নিহত হইলে পর উৎকলের কেশরিবংশীয় বিক্রমকেশরী অথবা তাহার কোন পূৰ্ব্বপুরুধ পুনরায় ঐ প্রদেশ হস্তগত করিয়া থাকিবেন। রাজ কর্ণকেশরীও সম্ভবতঃ সেই বংশ সস্তৃত। * ধৰ্ম্মপাল ঐ প্রদেশটি অধিকার করিয়া লইয়া পাল-সাম্রাজ্যভুক্ত করিয়া লইয়াছিলেন, সে কথা পূৰ্ব্বেই উল্লেখ করিয়াছি । ইহাঙ্ক কিছুকাল পরেই বরেন্দ্রভূমের প্রজাগণ বিদ্রোহী হইয়া পালবংশীয় নরপতি মহাপালকে সিংহাসনচু্যত ও নিহত করে। ঐ বিদ্রোহের নায়ক কৈবৰ্ত্ত

  • Harrison's Report on the Archaelogy of Midnapore, w872-73.

wynif 57 olfasst, aux sf M. Introduction, p.