পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S、も মেদিনীপুরের ইতিহাস । শতাব্দী হইতে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ পৰ্য্যস্ত ঐ স্থানে ঐ গড়ের নামানুসারে কর্ণগড়-রাজবংশ নামে একটি রাজবংশ রাজত্ব করিয়াছিলেন। কেহ কেহ ঐ গড়-মন্দিরাদি র্তাহাদের নিৰ্ম্মিত বলিয়া অকুমান করেন । কিন্তু ভবিষ্য ব্রহ্মখণ্ড’-নামক সংস্কৃত গ্রন্থ হইতে জানা যায় যে, উক্ত রাজবংশ এতদেশে প্রতিষ্ঠিত হইবার অনেক পূৰ্ব্বে, খৃষ্টীয় চতুৰ্দশ শতাব্দীর প্রথমপাদেও কর্ণগড় বা কর্ণদুর্গের অস্তিত্ব ছিল । * অধিকন্তু, মন্দিরাদির গঠন-প্রণালীও উহাদের প্রাচীনত্বের পরিচয় প্রদান করে। মহামায়ার মন্দিরের গঠন-প্রণালী দেখিলে মনে হয়, উহ। উৎকলের প্রসিদ্ধ ভুবনেশ্বর প্রভূতি মন্দিরের অনুকরণে নিৰ্ম্মিত । প্রত্নতত্ত্ববিদৃ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ও মেদিনীপুর সাহিত্য-পারিষদের চতুর্থ বার্ষিক অধিবেশনের সভাপতিরূপে মেদিনীপুরে আসিয়া ঐ মন্দিরটি দর্শন পূৰ্ব্বক, উহাকে উৎকল-শিল্প বলিয়াই মত প্রকাশ করিয়া গিয়াছেন । ভুবনেশ্বরের অধিকাংশ মন্দিরই কেশরিবংশের রাজত্বকালে নিৰ্ম্মিত হইয়াছিল । উৎকলের ইতিহাসে দেখা যায়, শিল্পরম্য সৌধমন্দিরমালা-নিৰ্ম্মাণে কেশরবংশীয়গণের একটা পুরুষানুক্রমিক আগ্রহ ছিল । আমাদের অনুমান, সেই আগ্রহের ফলেই সেই বংশীয় রাজা কর্ণকেশরী এই প্রদেশের সীমান্তে ঐ গড়টি প্রতিষ্ঠিত করিয়া মন্দিরাদি নিৰ্ম্মিত করিয়াছিলেন । রাজা জয়সিংহের বা তদ্বংশীয় কোন রাজার পরে এই প্রদেশে করবংশীয় রাজাদিগের অধিকার প্রতিষ্ঠিত হয়। শাস্ত্রী মহাশয় শিখরভূমির রাজা রামচন্দ্র-কুত পুথিখানি হইতে আবিষ্কার করিয়াছেন যে, প্রাণকর-নামক জনৈক রাজা এই প্রদেশে রাজত্ব করিতেন। তাহার পুত্র মেদিনীকোষ'-রচয়িতা মেদিনীকর কর্তৃক মেদিনীপুর নগর প্রতিষ্ঠিত • গৌড়ের ইতিহাস-রক্ষীকান্ত চক্রবর্তী—২য় ভাগ, পৃ: ৪ং। --