পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দু-রাজত্ব— উৎকল-রাজ্য। ३२१ হইয়াছিল। মেদিনীপুর নগরের নামকরণ-প্রসঙ্গে পূৰ্ব্বে সে কথার উল্লেখ করিয়াছি । স্বনামধন্য আভিধানিক স্বীয় পরিচয়-স্থলে নিজগ্রন্থেও পিতৃ-নাম নির্দেশ করিয়াছেন । মেদিনীকোষে রাজা লক্ষ্মণসেনের সভাসদ হলাধু ধ ও গোবৰ্দ্ধনের নাম পাওয়া যায় এবং রাজা গণেশ ও তাহার মুসলমান পুত্ৰগণের সভাসদ বৃহস্পতি মতিলাল ১৪৩১ খৃঃ অব্দে অমরকোষের যে টীকা লিখিয়াছিলেন, তাহাতে মেদিনীকোষ হইতে প্রমাণ সংগ্ৰহ করিয়াছিলেন দেখা যায় । এই কারণে শাস্ত্রী মহাশয় ১২০০ খৃষ্টাব্দের কিছু পূৰ্ব্ব হইতে ১৪৩১ খৃঃ অব্দের মধ্যে মেদিনীকরের গ্রন্থ-রচনার সময় নির্দেশ করেন । * ইহার মধ্য হইতেও আবার কতক সময় বাদ দেওয়া যাইতে পারে । উৎকলের মাদূল পাঞ্জীতে উল্লিখিত অনঙ্গ ভীমদেবের রাজ্যকালের বিবরণ-প্রসঙ্গে আমরা পূৰ্ব্বে উল্লেখ করিয়াছি যে, অনঙ্গ ভীমদেব তাহার রাজ্যসীম। উত্তরে কাসবাস নদী হইতে বড়দুনাই নদী পর্য্যন্ত বিস্তৃত করিয়াছিলেন । তিনি ১৯৩৮ খৃঃ পূঃ দ পর্য্যস্ত জীবিত ছিলেন । র্তাহার পরে, ১৪৩১ খৃষ্টাব্দ পর্য্যন্ত গঙ্গবংশীয় যে কয়জন রাজা উৎকলের সিংহাসনে অধিষ্ঠিত হইয়াছিলেন, তাহারা সকলেই বিশেষ পরাক্রমশালী ছিলেন । ঐ সময়ের মধ্যে বঙ্গদেশে মুসলম:ণরিখের অধিকার স্থাপিত হইলেও তাহার কয়েকবার বিশেষ চেষ্টা করিয়াও উৎকলের কোন অংশই অধিকার করিতে পারেন নাই। এমত অবস্থার করবংশও যে এ প্রদেশে স্বাধীনভাবে রাজত্ব করিতে পা রয়াছিলেন, তাহ সম্ভব নহে। উৎকলাধিপতি চতুর্থ নরসিংহ দেবের একখানি তাম্রশাসন হইতেও জানা যায় যে, ১৩৯৭ খৃঃ অন্ধে ২৪ শে ফেব্রুয়ারী তারিখে তিনি এই জেলার অন্তর্গত নারায়ণপুর • মেদিনীপুর সাহিত্য-সভায় সভাপতির অভিভাষণ। - রাজা প্রাণকর ও মেদিনীকর ।