পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇty মেদিনীপুরের ইতিহাস । (আধুনিক নারায়ণগড় ) কটকে অবস্থানকালে উক্ত শাসনোক্ত ভূমি দান করিয়াছিলেন । * নারায়ণপুর পূৰ্ব্বোক্ত দণ্ডভুক্তি প্রদেশের অন্তর্গত এবং মেদিনীপুর সহর হইতে মাত্র আট ক্রোশ দূরে অবস্থিত। তামশাসনে নারায়ণপুর ‘কটক’ নামে অভিহিত হইয়াছে । তৎকালে রাজ্যের মধ্যে প্রধান প্রধান স্থানগুলি কটক নামে পরিচিত ছিল। ঐ সকল স্থানে এক একটি রাজপ্রাসাদ থাকিত । রাজা সময় সময় তথায় আসিয়া রাজকাৰ্য্যাদি করিতেন। এমত অবস্থায় ইঙ্গরষ্ট আট ক্রোশ দূরে যে একটি ক্ষুদ্র স্বাধীন রাজ্য থাকিতে পারে, ইহা বোধ হয় না। সুতরাং ১২৩৮ খৃষ্টাব্দের পূৰ্ব্বে মেদিনীকরের সময় নিরূপণ করা যাইতে পারে। সম্প্রতি বিহার রিসার্চ সোসাইটির পত্রিকায় করবংশের একখানি তামলিপি বাহির হইয়াছে । তাহাতে জানা যায় যে, কর বংশীয় রাজার এক সময়ে ভুবনেশ্বর অঞ্চলে রাজত্ব করিতেন। কেশরিবংশ ধংস হইলে গচাড়, উয়ট, কর প্রভৃতি বংশের কিছুদিনের জন্য আধিপত্য প্রতিষ্ঠিত হইয়াছিল। পরে গঙ্গবংশের হস্তে ঐ সকল বংশের ধংস হয়। সম্ভবত মূলবংশ ধংস হইলে সেই বংশীয় কেহ উত্তরাঞ্চলে আসিয়া জয়সিংহ-বংশের হস্ত হইতে এ প্রদেশের অধিকার কাড়িয়া লইয়াছিলেন । পরে অনঙ্গভীমদেবের হস্তেই আবার ঐ করবংশের নাশ হয় । শাস্ত্রী মহাশয় ঐ করবংশকে বৌদ্ধ বলিয়া মনে করেন। পণ্ডিত সোমনাথ মুখোপাধ্যায় মহাশয় বলিয়াছেন, করেরা বৈদ্য। উইলসন সাহেবের মতে করের কায়স্থ অণমরা বলি, করেরা তামুলীও হইতে পারে। এ দেশে এবং বালেশ্বর জেলায় নানা স্থানে এখনও কর উপাধিধারী অনেক সঙ্গতি ... J. A. S. B., 1895, p. 152. + J. A. S. B. Geography of Orissa vol. XII. 1916. No I. P. 30. ; বৈদ্যজাতির ইতিহাস, বসন্তকুমার সেন গুপ্ত, ১ম ভাগ, পৃঃ ২৮৬।