পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দু-রাজত্ব—উৎকল-রাজ্য । ১২৯ পর তাম্বুলার বাস আছে। তাহার। পুরুয়াকুত্রমে ঐ প্রদেশে বাস করিতেছেন বলিয়া থাকেন । অনঙ্গতীম দেবের সময়েই বর্তমান মেদিনীপুর জেলার প্রায় সমভ ভূভাগ গঙ্গবংশীয়দিগের অধিকারভুক্ত হইয়াছিল। ঐ সময়েই তাম্রলিপ্তরাজ্যের স্বতন্ত্রতা নষ্ট হইয়া ধার। কিন্তু গৃঙ্গবংশীয় ལཱ་ཀྱཱ་ রাজগণ তমলুকের কৈবৰ্ত্ত-রাজবংশকে উৎখাত করেন নাই ; তাহার। গঙ্গবংশের সমস্তরূপেই উক্ত প্রদেশে প্রতিষ্ঠিত ছিলেন । মেদিনীপুর জেলার অন্য অংশ তৎকালে সালকিট, নারায়ণপুপ, জোলিfত, নইগী, টানিয়া ও গুপ্তভূম-বারিপাদ নামে যে ছয়টি দণ্ডপাঠে বিভক্ত ছিল, সেই সকল দণ্ডপাঠে এক এক BB BBBBBB BBBB SBBBSS SBBBBBS BB BBBB ছিলেন । তাহাদের হস্তেই গুপাঠগুলির শাসন ও সংরক্ষণের ভার ন্যস্ত থাকি ত এই প্রদেশের ঐক্কপ কয়েকটি শোধিপষ্টির নাম ও বংশের পরিচয় পাওয়া যায় । * কুঞ্চদাস কবিরাজ-বিরচিত প্রসিদ্ধ গ্রন্থ চৈতন্যচরিতামৃত হইতে জানা স্বায় যে, ষোড়শ শতাব্দীর প্রথমপালে চৈতন্যদেবের প্রিয়শিষ্ণু রামানন্দ রায়ের জ্যেষ্ঠ ভ্রাতা গোপীনাথ পট্টনায়েক মাঙ্গৰিট ಕ್ಲ ఫి. দণ্ডপাঠে প্রতিষ্ঠিত ছিলেন । তিনি এক সময়ে রাজস্ব-প্রেরণে শৈথিলা করায় উড়িবাঁধিপতি প্রতাপরুদ্র দেব তাহার প্রাণদণ্ডের আদেশ প্রদান করেন। পরে চৈতন্যদেবের শিষ্যগণের মধ্যস্থতার তাহার প্রাণরক্ষা হয় এবং তিনি পুনরায় স্বীয় পদে প্রতিষ্ঠিত হন। • সাধারণতঃ দেখা যায়, ভৎকালে উৎকলের দণ্ডপাঠগুলিতে দেশবিপতিগণ যোগ্যতাপ্পুসারে * 2ष्ठछघ्नबिछाष्ट्रङ, अडाणीणा, ***नंबरमहक, कानकी-«मन नर, गू: ००+<s० ।। 2