পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vt মেদিনীপুরের ইতিহাস । ভবিষ্ক ব্রহ্মখণ্ড নামক সংস্কৃত গ্রন্থে দেখা যায় যে, শকাব্দীর ত্রয়োদশ শতাব্দীতে অর্থাৎ খৃষ্টীয় চতুর্দশ শতাব্দীর প্রথম "পিছে ' পদে বৰ্দ্ধমান প্রদেশে দামোদর নদ-তীরে হেমসিংহ নামে জনৈক ক্ষত্রির রাজা রাজত্ব করিতেন। র্তাহার ভ্রাত বীরসিংহ পরাক্রমবলে তাম্রলিপ্ত, কর্ণদুর্গ ও বরদাভূমি অধিকার করিয়াছিলেন। " মেদিনীপুর সহরের দক্ষিণে কিশমৎ পরগণার মধ্যে চাঙ্গুয়াল গ্রামে বীরসিংহের রাজধানী ছিল। বীরসিংহের প্রস্তর-নিৰ্ম্মিত প্রাসাদের ভগ্নাবশেষ, সিংহদ্বার, সেনানিবাস ও পরিখার চিহ্ন এখনও দৃষ্ট হয়। যে মৃত্তিক-স্তরে ঐ সকল গৃহ-মন্দিরাদি নিৰ্ম্মিত হইয়াছিল, কালসহকারে তাহার উপর নূতন মৃত্তিক-স্তর সঞ্চিত হইয়া তিন চারি হস্ত উচ্চ হইয়া উঠিয়াছে। বীরসিংহের বংশে অভয়াসিংহ, কুমারসিংহ, জামদারসিংহ ও সুরথসিংহ নামে আরও চারি জন রাজার নাম পাওয়া যায়। রাজী অভয়াসিংহ শালবনী থানার অন্তর্গত সাতੋ পাটী নামক গ্রামের আট মাইল পশ্চিমে ‘অভয়াদ্যরসিংহ । গড়’ নামে একটি গড় প্রস্তুত করিয়া তথায় অভয়া-নায়ী এক দেবীমূৰ্ত্তি প্রতিষ্ঠা করিয়াছিলেন। সেই গড়টি এখন বিজন অরণ্যে পরিণত । দেবী-মূর্তিটি কর্ণগড়ের মহামায়ার মন্দিরে সমানীত হইয়াছেন। রাজা কুমারসিংহ গদাপিয়াশাল গ্রামের নিকট ‘কুমারগড়’ নামে একটি গড় নিৰ্ম্মাণ করিয়াছিলেন। উহার ভগ্নাবশেষও অদ্যাপি বিদ্যমান । রাজা জামদারুসিংহের প্রতিষ্ঠিত কামনার-*ড়টিও গদাপিয়াশাল গ্রামের নিকটেই নিৰ্ম্মিত হইয়াছিল। ঐ গড়টির ভগ্নাবশেষ লইয়াই উত্তরকালে মেদিনী cशोtछुद्र हेठिशन-ब्रअबौकांछ छङषसँौं-विठौग्न छात्र, शृ: १२ ।।