পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দু-রাজত্ব-উৎকল-রাজ্য । రి& পুর জমিদারী কোম্পানী তাহাদের গোণপিয়াশালের কুঠ নিৰ্ম্মাণ করিয়াছেন। জামদারসিংহের প্রতিষ্ঠিত জামদায়া-মূৰ্ত্তি আজিও বিদ্যমান। নাড়াজোলাধিপতির ব্যয়ে এক্ষণে র্তাহার সেব-পুজা যথারীতি সম্পন্ন হইতেছে । রাজা সুরথসিংহ বীরসিংহের বংশের শেষ রাঙ্গ। জনশ্রুতি, লক্ষ্মণসিংহ ও ভীম মহাপাত্র নামক তাহার দুই জল কৰ্ম্মচারা ও নারীয়ণগড়ের পূৰ্ব্বোক্ত গন্ধৰ্ব্ব পালের কোন অধস্তন " হ’বগ’ । পুরুষ ষড়যন্ত্র করিয়া রাজা মুরথসিংহকে হত্য করত তাহার অধিকৃত প্রদেশ তিন জনে ভাগ করিয়া লইয়াছিলেন। লক্ষ্মণসিংহ ও ভীম মহাপাত্রের অধিকৃত ভূভাগই উত্তরকালে যথাক্রমে কর্ণগড়-রাজ্য ও বলরামপুর-রাজ্য নামে পরিচিত হইয়াছিল। ঐ দুই বংশের কুলাধ্যান-পত্র হইতে জানা যায় যে, খৃষ্টীয় ষোড়শ শতাব্দীর মধ্যভাগে ঐ দুইটি রাজবংশ এতদ্দেশে প্রতিষ্ঠিত হয়। এই কারণে মনে হয়, যে সময়ে উৎকলের শেষ হিন্দু রাজ্য হরিচন্দন মুকুন্দদেব মুসলমানদিগের সহিত যুদ্ধে পরা: জিত ও নিহত হন, সেই সময়েই সুরথসিংহকে হত্যা করিয়া ইহার তদীয় রাঙ্গা অধিকার করিয়া লইয়াছিলেন । বলরামপুর পরগণার অন্তর্গত টাঙ্গাশোল নামক যে গ্রামে রাজা সুরথসিংহের হত্যাকাণ্ড সংসাধিত হইয়াছিল, অস্থাপি সেই স্থান প্রদর্শিত হইয় থাকে। প্রথিত আছে, সুরথসিংহের মৃত্যুর পরে তাহার সপ্তসংখ্য রাণী জ্বলন্ত চিতায় আরোহণ করিয়া প্রাণত্যাগ করিয়াছিলেন। তাহার। মৃত্যুকালে এই অতিসম্পাত করিয়া ধান যে, তাহাদিগের পতিহস্তগণের বংশ অধস্তন সপ্তম পুরুষ পরেই নির্মুল হইয়। যাইবে । পতিব্ৰত তাষিনীগণের অভিসম্পাত কর্ণগড় ও বলরামপুর রাজবংশে সম্পূর্ণরূপে ফলিয়াছিল।