পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిళితీ মেদিনীপুরের ইতিহাস । নারায়ণগড় রাজবংশ ঠিক সপ্তম পুরুষ পরেই নিস্থল না হইলেও উহার অধস্তন আরও কয়েক পুরুষ পরেই নির্মুল হইয়া গিয়াছে। কেহ কেহ বলেন, নারায়ণগড় রাজবংশ এই হত্যাকাণ্ডে লিপ্ত ছিলেন না। কিন্তু জনশ্রুতি ঐরুপ। প্রায় ৬-৭ বৎসর পূৰ্ব্বে মেদিনীপুবে তদানীন্তম কালেক্টর বেলী সাহেবও উহার স্বারক পুস্তকে ঐ কথার উল্লেখ করিয়া গিয়াছেন । বেলী সাহেব রাজা সুরথসিংহকে খয়রা-জাতীয় রাজা বলিয়াছেন । * খয়রা এক প্রকার জঙ্গল। জাতি, নিয়শ্রেণীর হিন্দু। কিন্তু ঐ রাজবংশের প্রাসাদ ও মন্দিরাদির লুপ্তাবশেষ ও সভ্যতার অন্তান্ত নিদর্শনগুলি সন্দর্শন করিলে স্পষ্টই উপলব্ধি হয় যে, তাহার কোন শ্রেষ্ঠজাতীয় মুসত্যবংশীয় রাজ ছিলেন। ভবিষ্ঠ ব্রহ্মখণ্ডে বীরসিংহকে ক্ষত্রিয় বলিয়৷ উল্লেখ করা হইয়াছে । এষ্ট কর্ণগড় ও বলরামপুর রাজবংশের এবং পূৰ্ব্বোক্ত তমলুক, নারায়ণগড় ও বয়ন রাজবংশের বিবরণ যথাস্থানে বিস্তারিত উত্থাপিত হইবে । খৃষ্টীয় পঞ্চদশ শতাব্দীর প্রথম পাদে মেদিনীপুর জেলার উত্তর সীমায় বকৃডিহি বা বকদ্বীপ প্রদেশে বগড়ী-রাজ্য নামে একটি অৰ্দ্ধস্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হইয়াছিল। তৎকালে ঐ গল্পী ও জকোপ অঞ্চলে ষে সকল অনাৰ্য্য দলপতি বাস করিত, ज्वोच्नु९ब्यूँ ! متمين তাহাদিগকে পরাজিত করিয়া গজপতিসিংহ নামক জনৈক রাজপুত ঐ রাজ্যটি স্থাপন করিয়াছিলেন। বিগত উনবিংশ শতাব্দীর মধ্যভাগ পৰ্য্যস্ত ঐ রাজ্যের অস্তিত্ব বিদ্যমান ছিল । বগষ্ট্ৰীরাজ্য-প্রতিষ্ঠার অত্যয়কাল পরে এই জেলার উত্তরাংশে বগঞ্জ-রাজ্যের পূৰ্ব্ব সীমান্তে পৃর্বোক্ত তানদেশের মধ্যে রাজা ইন্দ্রকেতু কর্তৃক চঞ্জকোণী-রাজ্য নামে আর একটি রাজ্যও স্থাপিত হয় । খৃষ্টীয় • Bayley's Memoranda on Midnapore, p. 17.