পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দু-রাজত্ব—উৎকল-রাজ্য ుగి স্বাদশ শতাব্দীর প্রথম পাদে বগড়ী, চন্দ্রকোণা প্রভৃতি স্থান অপারমান্দারের অধিপতি শূরবংশীয় লক্ষ্মীশূরের অধিকারভুক্ত ছিল। পূৰ্ব্ব-অধ্যায়ে লক্ষ্মীশরের নাম উল্লিখিত হইয়াছে। উত্তরকালে ঐ প্রদেশে এই সকল ক্ষুদ্রতর রাজ্যগুলি প্রতিষ্ঠালাভ করিয়াছিল। চন্দ্রকোণা ও বগড়ী রাজ্যে বহুকাল ধরিয়া প্রতিদ্বস্থিত চলিয়াছিল। যখন যে রাজ্যের অধিপতি তাধিকতর পরাক্রান্ত হইতেন, তখন তিনি অল্প রাজাকে স্বীয় অধীনতাঙ্গীকারে বাধ্য করিতেন, অথবা তাহার উচ্ছেদসাধন করিয়া ক্ষাস্ত হইতেন । খৃষ্টীয় অষ্টাদশ শতাব্দী হইতে চন্দ্রকে:-’ল রাজবংশের লোপ হইয়াছে । মেদিনীপুরের গেজেটিয়ারপ্রণেতা ওমালী সাহেব তাহার গ্রন্থে বগড়ী ও চন্দ্রকোণা রাজ্যের যে বিবরণ লিপিবদ্ধ করিয়াছেন, তাহা ভ্রমপ্রমাদে পরিপূর্ণ। * যথাস্থানে এই দুই রাজ্যের বিস্তারিত বিবরণ বর্ণন-প্রসঙ্গে আমরা সে সম্বন্ধেও আলোচনা করিব । - গঙ্গবংশীয়দিগের রাজত্বের পর উড়িষ্যায় স্বৰ্য্যবংশীয় শঙ্ক:মিঙ্গেই অধিকার আরম্ভ হয়। তাহারা খৃষ্টীয় ষোড়শ শতাব্দীর মধ্যভাগ পৰ্য্যন্ত - রাজত্ব করিয়াছিলেন। বখতিয়ার খিলজি - རྒྱུ་ཞིག་ੇ। কর্তৃক নবদ্বীপ বিজিত হইবার পর হইতেই মুসল মানগণ অনেকবার উড়িষ্যা অধিকার করিবার চেষ্টা করেন ; কিন্তু ফল বিশেষ কিছুই হয় নাই। মুসলমানগণের ঐ সকল অভিযানের মধ্যে সুলতান আলাউদ্দীন হোসেন সাহের উৎকল আক্রমণের সহিত মেদিনীপুর জেলার কিছু সম্বন্ধ আছে। বাঙ্গালার স্বাধীন পাঠান-রাজগণের মধ্যে আলাউদ্দীন হোসেন সাহ সৰ্ব্বপ্রধান। তাহার রাজ্য বহুদূর বিস্তৃত ছিল। রিয়াজ-উস • District Gazetteer, pp. 164-166, 171-173.