পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>こげ মেদিনীপুরের ইতিহাস । সালাতীন অনুসারে তিনি গৌড় হইতে উড়িষ্যা পর্য্যন্ত সমস্ত রাজার রাজ্য অধিকার করিয়াছিলেন । * উৎকলের ইতিহাস মাদল পাঞ্জীতে দেখা যায় যে, ইসমাইল গাজি নামক বাঙ্গালার নবাবের জনৈক সেনাপতি উড়িষ্য আক্রমণ করিয়া পুরী-নগর ধ্বংস এবং বহু দেবদেবীর মন্দির নষ্ট করিয়াছিলেন। ঐ সময় উৎকলাধিপতি প্রতাপরুদ্রদেব রাজ্যের দক্ষিণাংশে ছিলেন । তিনি উত্তরাভিমুখে অগ্রসর হইলে, মুসলমান সেনাপতি মান্দারণ-দুর্গে আশ্রয় গ্রহণ করেন । প্রতাপরুদ্রদেব মান্দারণ-দুর্গ অবরোধ করিয়াছিলেন । কিন্তু গোবিন্দ বিদ্যাধর নামক তাহার জনৈক প্রধান কৰ্ম্মচারী মুসলমান-সেনাপতির সহিত যোগদান করাতে তিনি প্রত্যাবৰ্ত্তন করিতে বাধ্য হইয়াছিলেন। । ঐতিহাসিক রজনীকান্ত চক্ৰবৰ্ত্তী মহাশয় লিথিয়াছেন যে, হোসেন সাহ উড়িষ্যা আক্রমণ করিয়া বিশেষ কোন ক্ষতি করিতে পারেন নাই। : কিন্তু তাহা ন হইলেও মেদিনীপুর জেলার উত্তরদিকেয় কিয়দংশ ধে তাহার অধিকারভুক্ত হইয়াছিল, তাহ। বল বাইতে পারে ; হোসেন সাহ হাবসী ও পাইকদিগকে কিছু কিছু ভূমি দিয়া বাঙ্গালার দক্ষিণ অঞ্চলে মেদিনীপুর জেলার সীমান্তরক্ষার্থে নিযুক্ত করিয়াছিলেন । মেদিনীপুর জেলায় ঐ পাইকদিগের বংশধরেরা পরবত্তিকালে ইংরাজ গবৰ্ণমেণ্ট কর্তৃক ক্ষমতাচু্যত হইয়৷ কিছু গোলমাল করিয়াছিল। ইংরাজ রাজত্বের প্রসঙ্গে সে কথার পুনরুল্লেখ করিব হোসেন দাহ ১৪৯৩ খৃষ্টাব্দ হইতে ১৫১৯ খৃষ্টাব্দ পর্য্যস্ত রাজত্ব করিয়াছিলেন। • রিয়াজ-উস্-সালাতীনের ইংরাজী অনুবাদ, পৃঃ ১৪২ ৷ f J. A. S. B., Old Scries. Vol. I.XIX. 19oo, pt. l. p. 186. ; গৌড়ের ইতিহাস, দ্বিতীয় ভাগ, পৃঃ ১০৯ ৷ § Stewart's History of Bengal. Afseits es. "ttfS fatu-Eभाजाडौप्नब्र वांत्रण छमूदाम, %ः २२6 ।। ८औरप्लग्न शडिशन-२छ छात्र, गू: ••०॥