পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দু-রাজত্ব—উৎকল-রাজ্য। \లిసె হোসেন সাহের সময়ে প্রেমাবতার চৈতন্যদেবের আবির্ভাবে বঙ্গে ও উড়িষ্যায় বৈষ্ণবধন্মের প্রান্তর্ভাব এ প্রদেশের ইতিহাসের একটি স্মরণীয় ঘটনা। তিনি দেশে দেশে ঘুরিয়া ঘুরিয়া বৈষ্ণবধৰ্ম্ম প্রচার করিয়। গিয়াছিলেন । গোবন্দ দাস-বিরচিত কড়চায় ও জম্বানন্দের চৈতন্যমঙ্গলে চৈতষ্ঠদেবের তীর্থযা র বিবরণ বর্ণিত আছে । চৈতন্তদেব নালাচলে যাইবার সময় দামোদর নদ পার হইয়া কাশ্ম মিশ্রের গৃহে অতিথি হইয়াছিলেন। সেখান হইতে হাজিপুর হইয়। তিনি মেদিনীপুরের নিকট উপস্থিত হইলে তথায় কেশব সামস্ত নামক এক ধনী তাহাকে নানাপ্রকার প্রলোভন দেখাইয়। সন্ন্যাসমার্গ হইতে বিচলিত করিবার চেষ্টা করেন। মেদিনীপুর হইতে নারায়ণগড়ে গিয়া শ্রীচৈতন্য ধলেশ্বর শিব দর্শন করিয়াছিলেন এবং সেখান হইতে জলেশ্বরে গিয়া বিশ্বেশ্বর শিব দর্শন করেন । * চৈতন্যমঙ্গল হইতে জানা ষায় বে, শ্রীচৈতন্থ দেবনদ পার হইয়া সেয়াখালী দিয়া তমলুকে উপস্থিত হইয়াছিলেন। পরে দাতন হইয়া জলেশ্বরে গমন করেন। কড়চার লিখিত বিবরণের সহিত চৈতন্যমঙ্গলের বিবরণ মিলাইলে জানা যায়, শ্রীচৈতন্য হাজিপুর হইয়া তমলুকে আসিয়াছিলেন। তৎপরে তমলুক হইতে মেদিনীপুর, নারায়ণগড় ও দাতন হইয়া উড়িষ্যাভমূখে গমন করেন । হাজিপুরের বর্তমান নাম ডায়মণ্ড-হারবার। ডায়মণ্ড-হারবার হইতে উড়িষ্যা যাইতে হইলে তৎকালে পুৰ্ব্বোক্ত স্থানগুলির নিকট দিয়াই একটি প্রাচীন পথ ছিল । ওম্যালী সাহেব আনুমান করেন, এখনকার গ্রাও ট্রাঙ্ক রোড ও উড়িষ্যা ট্রাঙ্ক রোড নামক S SAASSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS SSAS SSAS SSAS মেদিনীপুরে শ্ৰীকৃষ্ণ চৈতন্ত । জয়গোপাল গোস্বামী সম্পাদিত “কড়চা, পৃ. ৩০-৪• । চৈস্তন্যমঙ্গল, পরিষদ গ্রন্থাবলী পৃঃ ৯৪-৯৭ ।