পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায় । حصصحاجع وهو ج. وصمحد মুসলমান অধিকার—পাঠান-রাজত্ব। সোলেমন্‌ কররাণী কর্তৃক ১৫৬৮ খৃষ্টাব্দে উড়িষ্যায় মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হইলেও, ইহার কয়েক বৎসর পূৰ্ব্বে এই জেলার দক্ষিণ-পূৰ্ব্ব প্রান্তে একটি ক্ষুদ্র মুসলমান-রাজ্য ::, স্থাপিত হইয়াছিল। গুলপুর নদী বেখানে বঙ্গে। মুসলমান-রাজ্য। , পসাগরের সহিত মিলিত হইয়াছে, তাহার পূৰ্ব্বতটে কশব হিজলী নামে যে গ্রামটি বিদ্যমান, সেই স্থানেই উক্ত রাজ্যের রাজধানী ছিল। উত্তরকালে সেই স্থানের নামানুসারে উক্ত প্রদেশ হিজলী নামে অভিহিত হইয়া আসিতেছে। কিন্তু এই গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ে উল্লিখিত হইয়াছে যে, হিজলী প্রাচীন স্থান নয়। সম্ভবতঃ খৃষ্টয় পঞ্চদশ শতাব্দীতেই উহার উৎপত্তি হইয়াছিল এবং ষোড়শ শতাব্দীতে উহা মন্থয়বাসোপযোগী হয়। উড়িষ্ঠার প্রাচীন রাজস্ব-বিভাগে অথবা রাজা তোডরমল্পের রাজস্ব-বন্দোবস্তে হিজলীর নাম নাই ; মুলতান মুজার বন্দোবস্তের সময় হিজলীর নাম পাওয়া যায়। মুসলমান ঐতিহাসিকগণ নিয়-বঙ্গের ভাট নামক প্রদেশের নামোল্লেখ করিয়াছেন। জোয়ারের জলে ডুবিয় ঘাইত এবং ভাটার সময় জাগিয়া উঠিত বলিয়া উহার নাম ভাটি’ ংশৰ অটল। হয়। ঐ প্রদেশের পরিমাণ দৈর্ঘ্যে পূৰ্ব্ব-পশ্চিমে চারি শত ক্রোশ এবং প্রন্থে উত্তর-দক্ষিণে প্ররি