পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মেদিনীপুরের ইতিহাস । 88כל কাগজপত্রাদি দেখিয়া তাজ খাঁর বংশ সম্বন্ধে যে বিবরণ লিপিবদ্ধ করিয়া গিয়াছেন, পরবর্তিকালে বেলী, হান্টার, প্রাইস, ওম্যালী প্রভৃতি ইংরাজ লেখকগণ সেই বিবরণই গ্রহণ করিয়াছেন । ক্রোমেলীন সাহেবের সিদ্ধান্তমতে ১৫০৫ হইতে ১৫৫৫ খৃঃ অব্দের মধ্যে কোন সময়ে তাজ খ ঐ রাজ্যটির প্রতিষ্ঠা করিয়াছিলেন । * আমরা ঐ সময় হইতেও আরও কিছু বাদ দিতে পারি। চৈতন্যচরিতামৃতে গোপীনাথ পট্টনায়েক নামক মালবিটি দণ্ডপাঠের দেশাধিপতির নাম পাওয়া যায়। প্রতাপরুদ্রদেব তখন উড়িষ্যার রাজী । তিনি ১৪৯৭ হইতে ১৫৪০ খৃষ্টাব্দ পর্যাস্ত রাজত্ব করিয়াছিলেন । প্রতাপরুদ্র দেব অত্যন্ত ক্ষমতাশালী রাজা ছিলেন ; তাহার সময়েই হোসেন সাহর ন্যায় শক্তিশালী মুসলমান নরপতিও উড়িষ্য আক্রমণ করিতে পারেন মাই। প্রতাপরুদ্র দেব মুসলমানদিগকে মান্ণরণ-দুৰ্গ পর্য্যন্ত বিতাড়িত করিরা দিয়া আসিয়াছিলেন। স্বতরাং ইহা অনুমান কর; অসঙ্গত হইবে না যে, ১৫৪০ খৃষ্টাব্দ পর্য্যন্ত হিজলাতে মুসলমান রাজ্য প্রতিষ্ঠিত হয় নাই। " প্রতাপরুদ্রের মৃত্যুর পর তাহার পুত্রগণকে হত্যা করিয়া তদায় মন্ত্রী গোবিন্ধ বিদ্যাধর উড়িষ্যার রাজা হন। গোবিন্দ বিদ্যাধরের সহিত মুসলমানদিগের ঘনিষ্ঠতার কথা পূৰ্ব্বে উল্লিখিত হইয়াছে । আমরা অকুমান করি, সেই ঘনিষ্ঠতার ফলেই তাজুর্থ এ প্রদেশে প্রতিষ্ঠিত হইয়ছিলেন। চৈতন্যদেবের ভক্ত রামানন্দ-পরির্যর চৈতন্যদেবের অনুরক্ত প্রতাপরুদ্র দেবের যে বিশেষ অনুগত ও আশ্রিত ছিলেন, চৈতন্যvরিতামৃত গ্রন্থের নানা স্থানে তাহার পরিচয় আছে । এই কারণে • Crommelin's letter dated the 13th October, 1812. বাঙ্গালার ইঙিহাল, য়াখালদাস বন্ধ্যোপাধ্যায়, দ্বিতীয়ভাগ, পৃঃ ৩১৯ {