পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুসলমান-অধিকার—পাঠান-রাজ ত্ব। >86: প্রতাপরুদ্র দেবের পুত্রগণকে হত্যা করিয়া স্বীয় অভীষ্ট-সিদ্ধির জন্য প্রতাপরুদ্রদেবের অনুগত মালঝিটার রাজুবংশকে উৎখাত করাও গোবিন্দবিদ্যাধরের আবখ্যক হইয়াছিল এবং তাজ খার দ্বারাই তিনি র্তাহার'লে কাৰ্য্য সিদ্ধ করিয়াছিলেন । উৎকলের রাজশক্তির আনুকূল্য না থাকিলে অজ্ঞাত-কুলশীল তাজ খার পক্ষে উৎকলের একটি প্রধান দণ্ডপাঠে স্বীয় বাহুবলে অধিকার প্রতিষ্ঠা করা সম্ভবপর ছিল না । * তাজ খাঁর পূর্ব ইতিহাস সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় নাই। সে সম্বন্ধে দুই রকম জনশ্রুতি আছে। কেহ হিজলীর তাজ ধী বলেন, তিনি বঙ্গের কোন সম্ৰান্ত মুসলমান-বংশে ༢༢༢༥༣ ལྷ་གླིང་། * জন্ম গ্রহণ করিয়াছিলেন, কোন কারণে ভ্রাতা সিকদের আলী-সহ স্বীয় বংশ ও সমাজ হইতে বিতাড়িত হইয়। হিজলী প্রদেশের তদানীন্তন রাজার আশ্রয় গ্রহণ করেন ; পরে সিকন্দর কর্তৃক রাজহত্যা সম্পাদিত হইলে পর তাজ খ৷ সেই প্রদেশের রাজ্যভার প্রাপ্ত হন । আবার কেহ বলেন যে, তাহারা মুসলমান পিতার ঔরসজাত সন্তান হইলেও এক অতি নীচজাতীয়া হিন্দু-বৰ্মণীর গর্ভজাত ছিলেন ; উভয় ভ্রাতাই প্রথম-বয়সে ঐ প্রদেশের কোন হিন্দু গৃহস্থের গো-পালকের কার্য্য করিতেন, উত্তরকালে ভাগ্যলক্ষ্মীর প্রসাদে রাজ্যাধিকার প্রাপ্ত হন । পূৰ্ব্বে উল্লিখিত হইয়াছে, হিজলী এক সময় ভাটি দেশের অন্তভূত ছিল। খৃষ্টীর পঞ্চদশ শতাব্দীর প্রথম ভাগে খ জাহান আলী নামক জনৈক মুসলমান ভাটি দেশের গভীর অরণ্যানী পরিষ্কার করিয়া তাহাতে

  • “The mahal (Maljhita) was assessed in the Ain with the second highest revenue of the Soar." J. A. S. B. vol XII, 1916,

No I., p. 54. 's