পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুসলমান-অধিকার—পাঠান-রাজত্ব । 3 3 ఫి বাহাদুর র্থ রাজ্যে পুনঃপ্রতিষ্ঠিত হইয়া ঈশা খা মসৃনদ-ই-আলী নাম গ্ৰহণ করেন । ক্রোমেলীন সাহেব এ কথার উল্লেখ করেন নাই ; কিন্তু জনশ্রুতি ঐরুপ । ঈশা খা এবার রাজ্যে 1 প্রতিষ্ঠিত হইয় রাজ্যের উন্নতি-কামনায় বিশেষমসৃন-ই-আলী । ভাবে মনোনিবেশ করেন । সে সময় তাহার অসংখ্য পদাতিক, অপরিমেয় তীরন্দাজ ও গোলন্দাজ হিজলী প্রদেশে র্তাহার আধিপত্য বিস্তার করিয়াছিল। যৎকালে ঈশা খার অভু্যদয় হয়, সে সময়টি বাঙ্গালার ইতিহাসের এক স্মরণীয় যুগ । ঐ যুগে বাঙ্গ:লায় দ্বাদশ ভৌমিকের আবির্ভাব হইয়াছিল। র্তাহাদের বীরত্বের কথ সুপরিচিত । সেই দ্বাদশ ভৌমিকের সকলের নাম অদ্যাপি আবিষ্কৃত হয় নাই। কোন কোন ঐতিহাসিক অনুমান করেন, হিজলীর মসনদৃ-ইআলীগণ ও অন্যতম ভৌমিক ছিলেন । * দ্বাদশ ভৌমিকের অন্যতম, মহারাজা প্রতাপাদিত্যের খুল্লতাত, মহারাজ বসন্ত রায়ের সহিত ঈশা খার বিশেব বন্ধুত্ব ছিল। বঙ্গের স্বাধীনতা লইয়। পিতৃব্যের সহিত প্রতাপের মতদ্বৈধ প্রতাপাধিত্যের ঘটিলে, প্রতাপ কতিপয় পুলসহ বসন্ত রায়কে হত্য হিজলী অধিকার । করেন। কনিষ্ঠ পুত্র রাঘব রায় (কচু রায় ) কোন প্রকারে যশোহর-রাজ্য হইতে পলায়ন করিয়া পিতৃবন্ধু ঈশা খার শরণাপন্ন হন। প্রতাপ হিজলী আক্রমণ করেন। কয়েক দিবস ভীষণ যুদ্ধের পর ঈশা খা যুদ্ধক্ষেত্রে প্রাণত্যাগ করেন। । যুদ্ধের পরিণাম বুঝিতে পারিয়া ইতিপূৰ্ব্বেই রাঘব রায় আকৃবর সাহের এ প্রতাপাদিত্য—নিখিলনাথ রায়-উপক্রমণিক-পৃঃ ৫• । প্রতাপাদিত্য (পরিষদ গ্রন্থাবলী) রামরাম বঃ প্রণীত, পৃঃ ২৯ ও হরিশ্চন্দ্র তর্কালঙ্কার প্রণীত, পৃঃ ২৪৪-২৫৫। প্রতাপাদিত্য-চরিত-সত্যচর শাস্ত্রী।