পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুসলমান-অধিকার—পাঠান-রাজত্ব। 3U& যায় নাই। এই সলিম সাহ ও পূর্বোক্ত সলিম বঁ৷ একই ব্যক্তি হইলেও হইতে পারেন ; কিন্তু সঠিক বলা যায় না । আবদুল লতিফের লিখিত বিবরণ অনুসারে ১৬০৯ খৃষ্টাব্দে সলিম থা হিজলার জমিদার ছিলেন। কিন্তু আমরা পূর্বে আলোচনা করিয়াছি, সে সময় বাহিরীর করণ-বংশ হিজলীর মণ্ডল অধিকারীর পদে অষ্টিত। তাহারাই হিজলীর রাজস্ব মেদিনীপুরে অবস্থিত বাদশাহের প্রতিনিধির নিকট দাখিল করিতেন। তাহা হইলে সে সময় হিজলীর জমিদার এই সলিম খাঁ কোথা হইতে আসিলেন ? পূৰ্ব্বে উল্লিখিত হইয়াছে যে, রসিকমঙ্গল নামক গ্রন্থে দেখা যায়, এক সময় হিজলীর মণ্ডল অধিকারী বলভদ্র দাস রাজস্ব-প্রেরণে শৈথিল্য করায় তাহাকে কারারুদ্ধ করা হইয়াছিল। আমাদের অনুমান, সেই সময় সলিম বঁ কিছু দিনের জন্য বাদসাহ কর্তৃক হিজলীর জমিদাররূপে নিযুক্ত হইয়া থাকিবেন। পরে বলভদ্রের ভাবী বৈবাহিক রাজা অচ্যুতানন্দ তাহার জামীন হইলে তাহাকে মুক্তি দিয়া পুনরায় স্বীয় পদে প্রতিষ্ঠিত করা হইয়াছিল। এই ঘটনার পর বলভদ্রের কন্যার সহিত অচ্যুতানদের পুত্র রসিকানন্দের বিবাহ হয়। কোন বৎসর রসিকানন্দের বিবাহ হয়, তাহ! জানা ধায় নাই। কিন্তু রসিকমঙ্গল গ্রন্থ হইতে জানা যায়, ১৫৯০ খৃষ্টাব্দে তাহার জন্ম হইয়াছিল। তদনুসারে দেখা যায় যে, ১৬০৯ খৃষ্টাব্দে যখন সলিম খাঁ হিজলীর জমিদার, সে সময় য়ুসিকানন্দের বয়স প্রায় উনবিংশ বৎসর। বিবাহের পক্ষে ইহা অনুপযুক্ত বয়স নহে। এ দিক্ দিয়া দেখিতে গেলেও আমাদের পূৰ্ব্বোক্ত অনুমানই সমর্থিত হয়। খৃষ্টীয় ১৬৬০ অব্দে ভ্যান-ডেন-ক্রকেয় অঙ্কিত মানচিত্র সম্বন্ধে ভ্যালেনটনের স্মারক লিপিতেও তৎকালীন হিঙ্গণী-রাজ্যের কিঞ্চিৎ