পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》もも মেদিনীপুরের ইতিহাস । বিবরণ পাওয়া যায়। উহাতে আছে, উড়িষ্যার শাসনকৰ্ত্তার রাজধানী সুপ্রসিদ্ধ কটক নগরে অবস্থিত ছিল এবং তাহার" ஃ. অধিকার হিজলীদ্বীপ পর্য্যন্ত বিস্তৃত ছিল। হিজলী রাজ্যের কথা। বহুকাল যাবৎ নিজের রাজার দ্বারাই শাসিত হইতেছিল, পরে ১৬৩০ খৃষ্টাব্দে উহা প্রসিদ্ধ মোগল (Great Moghul ) কর্তৃক অধিকৃত হয়। ১৬৬০ খৃষ্টাব্দে হিজলীরাজ্যের জনৈক দ্যায়সঙ্গত অধিকারী, যিনি বাল্যকাল হইতে কারারুদ্ধ হইয়াছিলেন, তিনি কোন প্রকারে কারাগার হইতে মুক্তিলাভ করিয়া স্বীয় লোকজনের সাহায্যে হিজলী-রাজ্য পুনরধিকার করিয়া লইয়াছিলেন। কিন্তু তাহাকে বেশী দিন উহা ভোগ করিতে হয় নাই । ১৬৬১ খৃষ্টাব্দে সম্রাটু ঔরঙ্গজেবের রাজত্বকালেহল্যাণ্ডদেশীয় বণিক্দিগের সাহায্যে তিনি পরাজিত ও ধৃত হইয়া অধিকতর সতর্কতার সহিত শৃঙ্খলাবদ্ধ হইয়া পুনরায় কারারুদ্ধ হন। হুগলীর (Oegli ) শাসনকৰ্ত্ত যিনি এই যুদ্ধে মোগল-সম্রাটের সহায়তা করিয়াছিলেন, তিনি Zeevoogd' নামক উপাধিতে ভূষিত হইয়াছিলেন। ঐ সময় হিজলীর শাসনভারও তাহার হস্তে ন্যস্ত হইয়াছিল। তাহার অধীনে জনৈক ক্ষুদ্রতর রাজ (Lesser chief ) এ প্রদেশ শাসন করিতেন । অতঃপর সুলতান সুজা হিজলীকে উড়িষ্যা হইতে বিচ্ছিন্ন করিয়া বঙ্গদেশের সহিত সংযুক্ত করিয়া দেন। হিজলী এক সময় পটুগিজ ও ওলন্দাজ বণিকৃদিগের প্রধান আডড ছিল । * ব্লকম্যান সাহেব লিখিয়াছেন, হিজলীর পূৰ্ব্বোক্ত ন্যায়সঙ্গত অধিকারীটি বাহাদুর খ কিংবা র্তাহার পরবর্তী কোন হিন্দু রাজা, তাহা সঠিক বলা যায় না। {

  • Valentijn's Memoirs to Van-den-Brocke's Map, p. 158. + Blochman's Notes in the Hunter's Statistical Account of Bengal, part I. p. 387.