পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> *o মেদিনীপুরের ইতিহাস । করিলেন। * বাঙ্গালার ইতিহাস হইতে জানা যায় যে, ঐ সময় । মোগল-পাঠানে বালেশ্বর, কটক, মেদিনীপুর, হাজিপুর, পাটনা প্রভৃতি স্থানে বিস্তর যুদ্ধ ঘটে। ঐ সকল যুদ্ধের মধ্যে মেদিনীপুর জেলার অন্তর্গত সুবর্ণরেখা নদীর তীরবর্তী মোগলমারীর যুদ্ধ সুপ্রসিদ্ধ। পাটনার যুদ্ধে পরাজিত হইয়া দাউদ শাহ পলায়ন করিলে রাজ তোডরমল্ল দাউদের অন্বেষণ করিতে করিতে মাদারণের নিকট উপস্থিত হইয়া অবগত হইলেন যে, দাউদ ধ বীন কেশরী বা দীন কেশরীতে ( এই জেলার অন্তর্গত কেশিয়াড়ি গ্রাম ; ইহার নিকটবৰ্ত্তী গগনেশ্বর গ্রামে একটি প্রাচীন দুর্গ আছে ) থাকিয় আপনার ইতস্ততঃ বিক্ষিপ্ত সেনাদল একত্র করিতেছেন। রাজা তৎক্ষণাৎ এই সংবাদ মুনিম খাঁর নিকট প্রেরণ করিলেন। মুনিম খাঁ মহম্মদ কুলী খাঁ বরলাসের অধীনে একদল সেনা প্রেরণ করেন এবং নিজেও রাজা তোডরমল্লের সহিত মিলিত হন। ঐ সময় দাউদ শাহের সাহসী ভ্রাতুপুত্র জুনায়দও বহুসংখ্যক সেনা সহ , দায়ুদের সহিত যোগ দিয়াছিলেন । মোগলবাহিনী ঐ সম্মিলিত সেনাদলকে আক্রমণ করিবার উদ্দেশ্বে যৎকালে কেশিয়াড়ির দশ ক্রোশ অস্তরে গোয়ালপাড়া ( পাশকুড়া থানার অন্তর্গত ) নামক স্থানে উপস্থিত হয়, সে সময় আফগানসৈন্ত দাউদ শাহের নেতৃত্বে ধরপুরে ( দিগ্‌পারই পরগণার অন্তর্ভূত) অবস্থান করিতেছিল, । প্রথমে মোগল-সৈন্ত দাউদের হস্তে দুইবার পরাজিত হইয়াছিল। পরে ১৫৭৫ খৃষ্টাব্দের ৩রা মার্চ মেদিনীপুর জেলার তুরকাচোর পরগণার অন্তর্গত মোগলমারী নামক স্থানের ভীষণ যুদ্ধে দাউদ পরাজিত

  • গৌড়ের ইতিহাস-রজনীকান্ত চক্রবর্তী, দ্বিতীয় ভাগ—পৃ: ১৭৮। # District Gazetteer—Midnapore—p. 23.

মোগলমারীর যুদ্ধ।