পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুসলমান-অধিকার—পাঠান-রাজত্ব। » ፃ© প্রজা কিংবা দেশ-রক্ষণের তার তাহাদের উপর অধিক পরিমাণে নির্ভর করিত। সেই জন্য প্রত্যেক জমিদারের অধীনে বিস্তর সৈন্য ও সৈন্যদিগের গমনোপযোগী যান থাকিত। নির্দিষ্ট রাজকর দিলেই তাহারা স্বাধীন রাজার দ্যায় নিজেদের এলাকায় চলিতে পারিতেন। কিন্তু র্তাহাদের পরস্পরের মধ্যে একতা ছিল না । তাহদের কৰ্ম্মচারীরাও বিশ্বাসঘাতক ছিলেন । পাঠানরাজ সহজে তঁহাদের কার্য্যে হস্তক্ষেপ করিতেন না। এই সুযোগে প্রজা-সাধারণের উপর তাহারা যথেচ্ছাচার করিতেন, অথচ কোন প্রতীকার হইত না । সে সময় প্রজাগণের ধন-প্রাণ একবারেই নিরাপদ ছিল না। বেদের ছেলে চুরি করিত, পথ বিপৎ-সঙ্কুল ছিল, প্রজাদিগকে নানাবিধ কর দিতে হইত ; দিতে না পারিলে দুষ্ট জমিদারগণ প্রজার ঘর জালাইয়া দিত, কুলবধূগণকে ধরিয়া লইয়া গিয়া অবমাননা করিত। পাছে তাহার। এই সকল অত্যাচারের ফলে গৃহত্যাগ করিয়া পলাইয়া যায়, এই জন্য তাহাদের উপর পাহারা নিযুক্ত করা হইত। দরিদ্র উৎপীড়িত প্রজাগণ অগত্য গরু, বাছুর, হাল, বলদ, গৃহ-সামগ্রী যাহা কিছু থাকিত, তাহাই বিক্রয় করিয়া কর দিত। কিন্তু ক্রেতার সংখ্য অপেক্ষা বিক্রেতার সংখ্যাই অনেক বেশী হওয়ায় এক টাকার জিনিস দশ আনায় বিক্রয় হইত। পোদার বা মহাজনগণ প্রজাদিগের নিকট সাক্ষাৎ যমের দ্যায় পরিলক্ষিত হইত। টাকায় দশ পয়সা করিয়া বট দিতে হইত এবং এক টাকায় দৈনিক সুদ এক পাই হিসাবে নিৰ্দ্ধারিত ছিল । * এইরূপে কত প্রকারে ধে প্রজা-সাধারণ নিৰ্য্যাতিত হইয়াছিল, তাহর সংখ্যা নাই। তৎকালীন অনেক বৈষ্ণব কবির গ্রন্থে ও কবিকঙ্কণ মুকুন্দরাম • A Glimpse of Bengal in the 16th. century. Calcutta Review, 1891, pp. 352–58. District Gazetteer, Midnapore, p. 22-23.