পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম অধ্যায় । । سیاستجمهوه سیاه মুসলমান-অধিকার—মোগল-রাজত্ব। উড়িয়ায় মোগলদিগের অধিকার প্রতিষ্ঠিত হইলে মেদিনীপুরখণ্ডও মোগল-সাম্রাজ্য-ভূক্ত হইয়াছিল। মোগল-সম্রাট আকৃবর সাহের বিখ্যাত রাজস্ব-সচিব রাজা তোডরমল্ল সেই সময় ಛಿ। উড়িষ্যার রাজস্ব আদায়ের যে বন্দোবস্ত করিয়াছিলেন, তাহাতে উড়িষ্যা-প্রদেশ পাঁচটি সরকার’ ও নিরানব্বইটি মহালে বিভক্ত হয়। তন্মধ্যে বর্তমান মেদিনীপুর জেলার অধিকাংশ ভূভাগই সরকার জলেশ্বরের অন্তভূর্ত হইয়াছিল। তৎকালের সরকার জলেশ্বরের অন্তভুত নিম্নলিখিত কুড়িটি মহাল এই মেদিনীপুর জেলার অন্তর্গত আছে –(১) বগড়ী, (২) ব্রাহ্মণভূম, (৩) মহাকালঘাট ওরফে কুতুবপুর, (৪) মেদিনীপুর, (৫ ) খড়কপুর, (৬) কেদারকুণ্ড, (৭) কাশিজোড়া, (৮) সবঙ্গ, (৯) তমলুক, ( ১ ) নারায়ণপুর, (১১ ) তরকোল, (১২) মালকিটা, (১৩) বালিশাহী, (১৪) ভোগরাই, (১৫) দ্বারশরভূম, (১৬) জলেশ্বর, (১৭) গাগনাপুর, (১৮) রাইন, (১৯) করোই বা কেরোঁলী ও (২) বাজার। এতাব্যতীত তৎকালের বাঙ্গালার সরকার মাদারণের অন্তর্গত চিতুয়া, সাহাপুর, মহিষাদল ও হাভেলী মান্দারণ নামে আর চারিটি মহালও ইদানীন্তন কালের মেদিনীপুর জেলার অন্তভূর্ত হইয়াছে। সে কথা পুৰ্ব্বে বলিয়াছি।