পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুসলমান-অধিকার—মোগল-রাজত্ব। »ፃፃ · কৰ্ত্তব্য বলিয়া নির্দিষ্ট ছিল। নিজ নিজ অধিকারের মধ্যে রাজপথ সংস্কার ও দুষ্টের দমনও জমিদারের অন্যতম কাৰ্য্য ছিল। তাহাদের দরবার, দুর্গ ও সেনাদলও থাকিত। পূৰ্ব্বোক্ত কুড়িটি মহালে পনরটি দুর্গ ছিল এবং আবগুৰু হইলেই সাড়ে তিন হাজার তীরন্দাজ ও মশালবাহক সৈন্য এবং দুই শত অশ্বারোহী রাজসরকারে সরবরাহ করিতে হইত। • মহালের ঐ সকল জমিদারদিগের কার্য্যাদি oifig sa «fasta sz wròn (chief Executive officer) s *Roll (Chief Revenue Officer) afro wsefo Soto কৰ্ম্মচারিগণ ছিলেন । - বাঙ্গালার সরকার মাদারণের অন্তর্গত পূৰ্ব্বোক্ত চারিটি মহাল ও উড়িষ্যার সরকার জলেশ্বরের অন্তর্গত প্রথমোক্ত চতুর্দশটি মহাল যে সকল জমিদারের অধিকারভুক্ত ছিল, তাহদের মেদিনীপুরের প্রাচীন কাহারও কাহারও বংশ এখনও বর্তমান আছে, আর জমিদার-বংশ । - কাহারও বংশ বহুদিন হইল বিলুপ্ত হইয়া গিয়াছে। আমরা সেই অষ্টাদশটি জমিদার-বংশের যে সকল বিবরণ বা জমিদারগণের নাম সংগ্ৰহ করিতে পারিয়াছি, পরবর্তী ‘জমিদার-বংশ’শীর্ষক অধ্যায়ে সে কথা বিস্তারিত আলোচনা করিব। দ্বারশরভূম, জলেশ্বর, গগনাপুর, রাইন, করোই ও বাজার নামক অবশিষ্ট ছয়টি মহালের জমিদারগণের কোন বিশেষ বিবরণ পাওয়া ষায় নাই। হিন্দু রাজত্বের অঙ্গভূম বারিপাদ নামক স্বওপাঠ বিভাগটি বহুদূর বিস্তৃত ছিল। এখনকার মেদিনীপুর জেলার শালবনী খান হইতে উড়িয়ার অন্তর্গত ময়ূরভঞ্জরাজ্য পৰ্য্যন্ত সমস্ত প্রদেশটি ভঙ্গভূষ বারি in J. A. S. B. Wol. XII, 1916. No. I. pp 46-56. ૪૨