পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>韧央 মেদিনীপুরের ইতিহাস প্রস্তুত হইয়াছিল। কিন্তু ঔরঙ্গজেবের মেদিনীপুর আগমনের কোন প্রমাণ অস্থাপি পাওয়া যায় নাই। মোগল-রাজত্বের প্রারস্তে হিজলী এ প্রদেশের বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র ছিল। ঐ সময় তমলুকের বাণিজ্যখ্যাতি প্রায় লুপ্ত হইয়া গিয়াছিল এবং তৎপরিবর্তে হিজলী ধীরে ལཱ་མ་.:ཨཱ་༔ :“ ধীরে পূর্বপ্রদেশের একটি বিরাট বাণিজ্যকেন্দ্রে পরিণত হইতেছিল। ঐ প্রদেশে তখন অপৰ্য্যাপ্ত ধান্ত ও অন্যান্য শস্য প্রচুর পরিমাণে উৎপন্ন হইত এবং নানাপ্রকার স্থতার কাপড়, চিনি, স্কৃত ও মাখনাদিও পাওয়া যাইত। দেশ-বিদেশের ব্যবসায়িগণ বাণিজ্যার্থে জাহাজ বোঝাই করিয়া সেই সকল দ্রব্য লইয়া যাইতেন। হিজলীর ব্যবসাবাণিজ্য সম্বন্ধে ১৫৮৬ খৃষ্টাব্দে রাল্ফফিচ, লিখিয়াছিলেন, “এই এঙ্গেলী বন্দরে প্রতিবৎসর ভারত (), নাগাপট্টম, সুমাত্র, মালাক্কা প্রভৃতি বিবিধ স্থান হইতে বহু তরী সমাগত হইত এবং তথা হইতে চাউল, কার্পাস, স্থতার কাপড়, পশম, চিনি, লঙ্কা, মাখন প্রভৃতি খাদ্যদ্রব্য লইয়া যাইত।” + হিজলী বন্দর বিশেষ খ্যাতিলাভ করিলে বাণিজ্যের জন্য ইউরোপীয় বণিকৃগণ একে একে আসিয়া ধীরে ধীরে হিজলীতে স্বীয় আধিপত্য বিস্তার করিতে থাকে। ইউরোপীয় জাতিগণের মধ্যে পটুগিজরাই প্রথমে আসে, তৎপরে যথাক্রমে হলণ্ড দেশের অধিবাসী ওলন্দাজগণ, ইংরাজগণ এবং সৰ্ব্বশেৰে ফরাসীগণ আসিয়াছিল। হিজলীতে পটুগিজদিগের একটি কুঠ ও একটি গির্জা ছিল। ভ্যালেষ্টাইন ১৭২৪ খৃষ্টক্সে লিখিয়াছিলেন, “পূৰ্ব্বে হিজলীতে ওলন্দাজদিগের অন্যতম প্রধান

  • District Gazetteer—Midnapore—p. 210. # District Gazetteer—Midnapore—p. 184.