পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুসলমান অধিকার—মোগল-রাজত্ব। እbw© কুঠ ছিল, পটুগিজরাও ঐ স্থানে কুঠ ও গির্জা নিৰ্ম্মিত করিয়াছিল। ঐ স্থানে এবং কেন্দয়, কণিকা ও ভদ্রকে চাউল প্রভৃতি বিক্রয় হইত। শেষে আমরা ঐ সকল স্থান পরিত্যাগ করি। এখনও তামূলী ও বালিয়া নামক স্থানে পটুগিজদিগের গির্জা আছে এবং ঐ সকল স্থানে তাহাদের ব্যবসাও আছে। এই স্থানের মোমের ব্যবসা প্রসিদ্ধ ।” * এই বিবরণ পাঠ করিলে জানা যায়,তখনও তামূলী বা তমলুক একবারে পরিত্যক্ত হয় নাই। গামেলী কারের ১৬৯৫ খৃষ্টাব্দে ভারতবর্ষে জাসিয়াছিলেন। তিনিও লিখিয়া গিয়াছেন, “পটুগিজগণ বাঙ্গালার তাম্বলীন জয় করিয়াছিল " + তমলুক ও হিজলীর সহিত পটুগিজদিগের নাম অবিচ্ছেন্থ । খৃষ্টীয় অষ্টাদশ শতাব্দীতে ছৰ্দান্ত বৰ্গীদিগের দ্বারা বঙ্গভাগ্যে যেরূপ অভিনব রাষ্ট্রবিপ্লবের স্থত্রপাত হইয়াছিল, তাহার শতবৰ্ষ পূর্কেও একমল দম্ব্যর অত্যাচারে পূর্ব ও দক্ষিণবঙ্গে সেইরূপ হাহাকার ধ্বনি উত্থিত হইয়াছিল। ইতিহাসে তাহারাই মগ ও পটুগিজ দস্থ্য নামে পরিচিত। ' পটুগিজরা ইউরোপের পর্তুগাল দেশের অধিবাসী। পর্তুগালের রাজী ইমান্বয়েলের শাসনসময়ে বিখ্যাত নাবিক ভাস্কো-ডি-গামার উদ্যোগে ভারতবর্মের পথ আবিষ্কৃত হইলে পর পটুগিজগণ উল্লাসে জয়ধ্বনি করিতে করিতে ভারতবর্ষে পদার্পণ করে। তাহারা প্রথম রাজ্যলাভাশায়েই এ দেশে আসিয়াছিল, কিন্তু তখনও ভারতের সে দিন আসে নাই দেখিয়৷ তাহার। অগত্য সৈনিক-বৃত্তি ত্যাগ করিয়া বণিকৃ

  • District Gazetteer-AMidnapore—p. 26. -

+ Dr. John Francis Gemeli Careri—A Voyage Round the World in Churchhill's Collections of Voyages and Travels, vol IV., p. 109, District Gazetteer—Midnapore—p. 27. - -- হিজলীতে মগ ও পৰ্টুগিজ স্বৰ্য্য।