পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মেদিনীপুরের ইতিহাস । ه به এই আশঙ্কায় স্থানীয় কৰ্ম্মচারিগণ লোকজন লইয়া কূলে আসিয়ার্দাড়াইতেন এবং টাকা দিয়া নৌকায় লোক পাঠাই দিতেন। দরে বনিলে দসু্যরা টাকা লইয়া প্রেরিত লোকের সঙ্গে বন্দীদিগকে পাঠাইয়৷ দিত । * ঐ সকল দমু্যদল অতীব দক্ষতার সহি গু নৌকা চালাইত । তাহারা দ্রতগামী তরী বাহিয়া, হাটের দিন, বিবাহদিবসে বা অন্ত কোন ঘটনা উপলক্ষে যেখানে লোক-সমাগম হুইবার সংবাদ পাইত, সেখানে নিঃশব্দে উপস্থিত হইত এবং প্রচণ্ড বিক্রমে সমবেত জনসঙ্ঘের উপর পতিত হইয়। ধনজন লুণ্ঠন কবিয়া লইয়া যাইত। তাহাদের নিৰ্ম্মম অত্যাচারে দক্ষিণ ও পূৰ্ব্ববঙ্গের নিরীহ প্রজারদ পরিত্রাহি ডাক ছাড়িত। তাহদের অত্যাচারেই ‘ফিরিঙ্গ’ ও ‘মগের মুল্লক' বাঙ্গল। ভাষায় ঘৃণিত শব্দে পরিণত হইয়াছে। সাহােজাল থেীরাম যখন বাঙ্গালীয় আসিয়াছিলেন, তখন তিনি পটুগিজদিগের অত্যাচারের কথা বিশেষ গবে অবগত হইয়াছিলেন। তিনি ভারত-সিংহাসনে অধিরূঢ় হইয় তাহাদের অত্যাচার দমন করিবার জন্ত দৃঢ়প্রতিজ্ঞ হইলেন। তাহার আদেশে বাঙ্গালার তৎকালীন শাসনকৰ্ত্ত কাশীম খা ১৬৩২ খৃষ্টাব্দে পঢ় গঙ্গ ব্যবসায়ীদিগের প্রধান আডড হুগলী অধিকার করেন। হুগলী অধিকৃত হওয়ায় তাহাদের ক্ষমতাও অনেকটা হ্রাস হইয়া যায়। ১৬৩৮ খৃষ্টাব্দে তাহার হিজলীর কুঠী হইতেও বিতাড়িত হয়। । ঐ সময় হঠতে পটুগিজদিগের পৃথকৃ অস্তিত্ব বিলুপ্ত হইয়া যায়। অধিকাংশ পর্তুগিজ বালক-বালিকারাই ক্রীতদাসরূপে নীক হয় এবং সুন্দরী যুবতারা বাদশাহ ও ওমরাহদিগের অস্তঃপুরে প্রবেশলাভ করে । পুরুষদিগের কেহ কেহ জমিদারদিগের to J. A. S. B, The Ferenghee Pirates ... Chitagaon, 1907. p. 422, + W. Hedge's Diary, Yule, vol. II, p. 240.